হাওড়ায় রামনবমীর মিছিলে পিস্তল হাতে দেখা গিয়েছিল এক যুবককে। অবশেষে তাকে বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার করল হাওড়া পুলিশ। যুবকের নাম সুমিত সাউ। সে বহিরাগত এবং বিজেপির কর্মী বলেই জানা গিয়েছে। পুলিশ গ্রেফতার করে তাকে সিআইডি’র হাতে তুলে দিয়েছে। শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। দেখা হচ্ছে তার অতীতে রেকর্ড।
সম্প্রতি, রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়ার শিবপুরের কাজিপাড়া এলাকা। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে দোকনপাট ভাঙচুর, গাড়িতে আগুন লাগানো ও মিছিল লক্ষ্য করে পাথর ছোড়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে। পরে তা ব্যাপক আকার নেয়। জারি হয় ১৪৪ ধারা। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বিজেপির ইন্ধনেই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ট্যুইটে লেখেন, “বিজেপি-র দাঙ্গাবাজি ফর্মুলা আবার চালু হয়েছে। সম্প্রদায়কে একে অপরের বিরুদ্ধে উসকে দেওয়া হচ্ছে। হিংসা ছড়াতে অস্ত্রের জোগান দেওয়া হচ্ছে। ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। রাজনৈতিক ফায়দা আদায় করার জন্য। বিজেপির প্লেবুক থেকে একটি ক্লাসিক অপবিত্র ব্লুপ্রিন্ট!” সেই সঙ্গে এই যুবকের পিস্তল হাতে ছবিও পোস্ট করেন তিনি।
এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “রামনবমীর দিন হাওড়ার মিছিলে রিভলবারধারী যুবক সুমিত সাউ মুঙ্গের থেকে গ্রেপ্তার হয়েছে হাওড়া পুলিশের হাতে। এখন সিআইডি তদন্তের কাজ এগোচ্ছে। সুমিত ইতিমধ্যেই অপরাধ স্বীকার করেছে।
রামনবমীর নামে যারা মুঙ্গেরবাহিনীকে ঢুকিয়ে বাংলায় গোলমালের চক্রান্ত করছে, তাদের মুখোশ আবার খুলে গেলো।”
Be the first to comment