রামনবমীর নামে উৎশৃঙ্খল শোভাযাত্রাকে কেন্দ্র করে
হাওড়া ও রিষড়ার অশান্তি ও হিংসার ঘটনা নিয়ে এবার কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য সরকার
একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে গত, সোমবার হাওড়া, হুগলি ও উত্তর দিনাজপুরের অশান্তির ঘটনা নিয়ে রাজ্যকে সিসিটিভি ফুটেজ সহ পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলের হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। সেই মর্মে রিপোর্ট জমা দেয় নবান্ন।
আজ, বুধবার এই মামলায় হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মন্তব্য করেন, “একটা কিছু সমাধানের ব্যবস্থা করুন, যাতে সাধারন মানুষ নিজেদের সুরক্ষিত মনে করেন। কারণ, রিষড়ায় অশান্তির সময় সাধারণ মানুষ নিজেদের অসহায় অনুভব করেছেন। পুলিশের কাছ থেকে কোনও সাহায্য পাননি।”
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির আরও সংযোজন, “প্রয়োজনে প্যারা মিলিটারি ফোর্স কাজে লাগান। ডায়মন্ড হারবারের জেলা জজ চিঠি দিয়ে আমাদের জানিয়েছেন রিষড়ায় তার পরিবার সুরক্ষিত নয়। অশান্তি চলাকালীন তিনি পুলিশকে ফোন করেছিলেন। কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেও তিনি কোনও সাহায্য পাননি। এটা চলতে পারেনা। এমন কোনও ব্যবস্থা করুন যাতে এমন কোন পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনাই না থাকে।”
আদালতে অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে রাজ্যের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে কথা বলতে চান এবং তারপরেই আদালতকে রাজ্যের মতামত জানাবেন।
Be the first to comment