রোজদিন ডেক্স: শহরের হাসপাতালের ভিতর থেকে উদ্ধার মানব কঙ্কাল। ঘটনাস্থল বেলেঘাটা আইডি হাসপাতাল। জানা গিয়েছে, ওই হাসপাতালের পুরনো মর্গের পাশে ঝোপ থেকে উদ্ধার হয়েছে মানুষের মাথার খুলি, একাধিক হাড়। আজ সকালে সংশ্লিষ্ট হাসপাতালের কর্মীরা যখন হাসপাতাল পরিষ্কার করতে আসেন, তারা কঙ্কালের অংশগুলি দেখতে পান।
ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। খবর দেওয়া হয় বেলেঘাটা থানায়। পুলিশ এসে সেগুলি উদ্ধার করে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কোথা থেকে এই খুলি এবং হাড় এল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্ত চলছে। তবে হাসপাতালের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি। পাশাপাশি এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও অভিযোগও দায়ের হয়নি।
এই ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালের মর্গের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। মানব কঙ্কালটি কোথা থেকে আসল? যেহেতু মর্গের বাইরে কোনও রকমের নিরাপত্তার বন্দোবস্ত নেই, ফলে যে কেউ সেখানে চলে আসতে পারে। পাশাপাশি যেহেতু ওই কঙ্কালটি মর্গের সামনে থেকে উদ্ধার হয়েছে ফলে সেটি কোনও রোগীর কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রশ্নের উত্তর পেতে কঙ্কালটির ফরেন্সিক পরীক্ষা করানো হবে।
প্রসঙ্গত, শহরের বুকে কঙ্কাল উদ্ধারের ঘটনা এই প্রথম নয়। মাস’ছয়েক আগে বেহালার শিরিটি শ্মশানের সামনে থেকে মানুষের হাড়গোর উদ্ধার হয়েছিল। পাশাপাশি স্ট্রান্ড রোডের একটি পরিত্যাক্ত বাড়ির ছাদ থেকে উদ্ধার হয়েছিল কঙ্কাল। আরেকটি ঘটনায় সল্টলেকে একটি সেপটিক ট্যাংকের ভিতর থেকে উদ্ধার হয়েছিল মানব কঙ্কাল। তবে বেলেখাটা আইডি’র মর্গের সামনে থেকে উদ্ধার হওয়া ও কঙ্কাল কোথা থেকে এল, তা জানার চেষ্টা করছে পুলিশ।
Be the first to comment