এক একরের উপর জায়গা জুড়ে ছিল ভাগার। কর্পোরেশনের দৌলতে সেই ভাগার পরিণত হলো ভারতের প্রথম ‘ডগ পার্কে’।
হায়দ্রাবাদের কোণ্ডাপুরে ১.৩ একর জায়গা জুড়ে ছড়িয়ে থাকা ভাগারকে গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন পরিণত করলেন দেশের প্রথম ‘ডগ পার্কে।’ কর্পোরেশনের তরফে জানানো হয়েছে এই পার্ক তৈরি করতে তাদের ১.১ কোটি টাকা খরচ হয়েছে।
কী কী থাকছে এই ডগ পার্কে?
কুকুরদের হাঁটার জন্য থাকছে ওয়াকিং ট্র্যাক। কোনও কুকুর অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার জন্য রয়েছে ক্লিনিক। এছাড়াও সেখানে থাকবেন ডগ ট্রেনাররা। তাঁদের তত্ত্বাবধানে বিভিন্ন ধরণের কসরত করার ব্যবস্থা, সুইমিং পুল, ক্যাফে, অ্যাম্পিথিয়েটর থাকছে এই পার্কে। এছাড়া ছোট ও বড় কুকুরদের আলাদা আলাদা জায়গা থাকছে পার্কে।
গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার ডি হরিচন্দন নিজে একজন পশুপ্রেমী। তাই মূলত তাঁর উদ্যোগেই তৈরি হয়েছে এই পার্ক। তিনি জানিয়েছেন, ‘বিদেশে এই ধরণের পশুদের জন্য পার্ক অনেক রয়েছে। কিন্তু আমাদের দেশে নেই। এমনকী অনেক পার্কে পশুদের ঢুকতে দেওয়া হয় না। এই দেখেই আমার মাথাই এই চিন্তা আসে। আমি ডিজাইনারদের সঙ্গে কথা বলে পুরো নকশা তৈরি করাই। এই পার্ক তৈরি করতে এক বছর সময় লেগেছে। কুকুরদের টিকা দেওয়ার ব্যবস্থাও থাকবে এই পার্কে।’
এই ডগ পার্ক তৈরি হওয়ার ফলে উপকৃত হবেন নিকটবর্তী এলাকার প্রায় আড়াই লাখ মানুষ যাঁদের পোষ্য রয়েছে। এই পার্কের সাফল্যের উপর নির্ভর করে শহরের অন্যান্য এলাকাতেও ডগ পার্ক তৈরির চিন্তা ভাবনা করবে গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন। এ ছাড়াও একটা ‘ক্যাট পার্ক’ তৈরি করার পরিকল্পনায় রয়েছেন তাঁরা। দশ দিনের মধ্যে এই ডগ পার্ক উদ্বোধন হবে বলে জানিয়েছেন মিউনিসিপ্যাল চেয়ারম্যান ডি হরিচন্দন।