রাস্তায় মারপিট হচ্ছে দেখে দৌড়ে গিয়েছিল একাদশ শ্রেণির ছাত্র মহম্মদ মুস্তাক । মোবাইলে পুরো ঘটনার ভিডিও ছবি তুলছিল। সেই দেখে রেগে যায় দুষ্কৃতীরা। তাকে ছবি তুলতে বারণ করে। সেই নিয়ে তর্কাতর্কি চলতে থাকে। তার মধ্যে একজন ছুরি বিঁধিয়ে দেয় মুস্তাকের বুকে। হায়দরাবাদের মাইলারদেবপল্লী অঞ্চলের ঘটনা।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে মাইলারদেবপল্লীতে জাভেদের পানের দোকানের সামনে শুরু হয় গন্ডগোল। শানুর নামে এক স্থানীয় গুন্ডা ও তার ছয় বন্ধু গুন্ডাদের অপর একটি দলের সঙ্গে মারপিট করছিল । একটি সূত্রে জানা যায়, তাস খেলা থেকে গোলমালের সূত্রপাত । অনেকে বলছেন, শানুর ও তার বন্ধুরা গাঁজা কিনতে গিয়েছিল। সেই নিয়ে ঝগড়া শুরু হয়।
ঝামেলা হচ্ছে দেখে মুস্তাক ও তার বন্ধু নবি ঘটনাস্থলে পৌঁছয় । মোবাইলে ভিডিও রেকর্ড করতে থাকে। শানুর তাদের বারণ করে। তারা শোনেনি। রেগে গিয়ে শানুর মুস্তাকের বুকে ছুরি বসিয়ে দেয়। আরও কয়েকজন ছুরির আঘাতে আহত হয়। তারপরে শানুর গা ঢাকা দেয়। পরে পুলিশ তাকে ও তার কয়েকজন সঙ্গীকে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে, শানুরের বিরুদ্ধে আগেও খুনের অভিযোগ ছিল। নিহত মুস্তাকের দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ওসমানিয়া হাসপাতালের মর্গে।
Be the first to comment