‘আমি তো প্রথম ফাঁসির দাবি তুলে রাস্তায় নেমেছিলাম’, জেলা সফরের আগে সঞ্জয়কে নিয়ে মন্তব্য মমতার

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আর জি করে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় দোষীর সাজা ঘোষণা আর সময়ের অপেক্ষা। অধিকাংশই চান, তার মৃত্যুদণ্ড হোক। সোমবার সাজা ঘোষণার ঠিক আগে জেলা সফরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রীও সেকথাই বললেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, ”ফাঁসির সাজা হোক, সবাই চান। আমি তো প্রথম ফাঁসির দাবি তুলে রাস্তায় নেমেছিলাম। সবাই নেমেছিল। আগের কয়েকটা ধর্ষণ-খুন মামলায় দোষীদের মৃত্যুদণ্ড শুনিয়েছে আদালত। পুলিশ খুব ভালো কাজ করেছে। তবে বিচারকদের সাজা ঘোষণা করতে একটু সময় লাগে। তাঁদের তো সবদিক খতিয়ে দেখে রায় দিতে হয়।”

আর কিচ্ছুক্ষণের মধ্যেই সাজা ঘোষণা সঞ্জয়ের। তার ঠিক আগে সোমবার জেলা সফরে যাওয়ার মুহুর্তে মুখ্যমন্ত্রী কার্যত মৃত্যুদণ্ডের পক্ষে আরও একবার সওয়াল করে গেলেন। বললেন, ”সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমি তো ফাঁসির দাবিতে পথে নেমেছিলাম। অনেকেই ফাঁসির জন্য মিছিল করেছে, আন্দোলন করেছে। রাজ্যে বেশ কয়েকটি মামলায় মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে। পুলিশ খুব ভালো কাজ করেছে। সাজা কী হবে, নির্ভর করছে কীভাবে মামলা সাজানো হয়েছে। সাজা ঘোষণা করতে বিচারকদের একটু সময় লাগে। তাঁদের তো সবদিক খতিয়ে দেখে ঘোষণা করতে হয়।” এদিন চারদিনের সফরে জেলায় রওনা হলেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদে সরকারি অনুষ্ঠান সেরে বিকেলেই যাবে মালদহে। এরপর আলিপুরদুয়ার, কোচবিহার সফর রয়েছে তাঁর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*