আইসিএসই দশমের ফলপ্রকাশ, পাসের হার ৯৯.৯৭ শতাংশ

সেরার তালিকায় বাংলার বেশ কয়েকজন

Spread the love

প্রকাশিত হল আইসিএসই দশমের ফল। পাসের হার ৯৯.৯৭ শতাংশ। আইসিএসই বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট cisce.org, results.cisce.org-তে দেখা যাচ্ছে রেজাল্ট। এছাড়াও মোবাইলে এসএমএসের মাধ্যমেও জানা যাচ্ছে ফলাফল। বোর্ডের দেওয়া ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে আইসিএসই ও ৭ সংখ্যার ইউনিক আইডি লিখে পাঠালে এসএমএসের মাধ্যমে জানা যাচ্ছে ফল। প্রথম স্থানে ৪ জন থাকলেও দ্বিতীয় ও তৃতীয় স্থানে বহু ছাত্রছাত্রী। ফলাফল বলছে, দ্বিতীয় স্থানে রয়েছে ৩৪ জন আর তৃতীয় হয়েছে ৭২ জন পরীক্ষার্থী। মেধাতালিকারক প্রথম তিনের মধ্যে রয়েছে বাংলার ১৭ জন। সেই নিরিখে বাংলার ফলাফল যথেষ্ট ভালো। প্রথম স্থানাধিকারীর প্রাপ্ত নম্বর ৯৯.৮ শতাংশ।    

ICSE দশমের মেধাতালিকায় চারজন প্রথম হলেও বাংলার কেউ নেই। দ্বিতীয় স্থানে অবশ্য রয়েছে বাংলার ৬ ছাত্রছাত্রী। তৃতীয় স্থান অধিকার করেছে ৯ জন। রাজ্যের মোট ৪১৫ টি স্কুল থেকে পরীক্ষা দিয়েছিল ৪০,৭৩৬ জন  ছাত্রছাত্রী। মোট পাশের হার ৯৯.৯৮ শতাংশ। মোট ১০ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

একঝলকে দেখে নিন সেই তালিকা – 

দ্বিতীয় স্থান

  • আসানসোল অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুলের ছাত্রী আলিয়া রাফাত
  • ক্যালকাটা বয়েজের ছাত্র বকির আমির মার্চেন্ট
  • কলকাতা ফিউচার ফাউন্ডেশনের ছাত্র মহম্মদ মাসুদ ইকবাল
  • কলকাতা গার্ডেন হাই স্কুলের ছাত্র ঐশ্বরিক দে
  • নদিয়া সেন্ট মেরিজ ইংলিশ স্কুলের ছাত্র শুভজিৎ পাল
  • নিউটাউন দিল্লি পাবলিক স্কুলের ছাত্রী অদিত্রী গুপ্তা
  • দ্বিতীয় স্থানে আসানসোলের সেন্ট পেট্রিক্স হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র অভয় কুমার সিংহানিয়া 
  • বারাকপুরের মডার্ন ইংলিশ অ্যাকাডেমির ছাত্র বৈদুর্য ঘোষ
  • ঝলঝলিয়া নর্থ পয়েন্ট ইংলিশ অ্যাকাডেমির ছাত্রী কনীনিকা সাহা

তৃতীয় স্থান

  • কলকাতা দিল্লি পাবলিক স্কুল মেগাসিটির ছাত্র বঞ্চিত আগরওয়াল
  • কলকাতা লা মার্টিনিয়ার ফর বয়েজের ছাত্র জয়বীর সিং মদন
  • কল্যাণীর জুলিয়ান ডে স্কুলের ছাত্র সৌম্যদীপ দত্ত
  • পূর্ব মেদিনীপুরের কন্টাই পাবলিক স্কুলের ছাত্রী অহিঞ্জিতা ঘোষ
  •  কলকাতার শ্রী রাম নারায়ণ সিং মেমোরিয়াল হাই স্কুলের ছাত্র শুভ্রদীপ বেরা
  • কলকাতার লা মার্টিনিয়ার ফর গার্লস স্কুলের ছাত্রী মেঘমালা বন্দ্যোপাধ্যায়
  •  কলকাতার দা ফিউচার ফাউন্ডেশন স্কুলের ছাত্র অগ্নিভ মৈত্র
  • কলকাতার সেন্ট জনস স্কুলের ছাত্রী দেবস্মিতা পাল
  •  কলকাতার শ্রী শ্রী অ্যাকাডেমির ছাত্র পানশুল চৌধুরী

এ বছর আইসিএসই দশম পরীক্ষায় বসেছিল ২ লক্ষ ৩১ হাজার ৬৩ জন পড়ুয়া। এর মধ্যে ছাত্রের সংখ্যা ১ লক্ষ ২৫ হাজার ৬৭৮ (৫৪.৩৯ শতাংশ), ছাত্রীর সংখ্যা ১ লক্ষ ৫ হাজার ৩৮৫ (৪৫.৬১ শতাংশ)। মেয়েদের পাসের হার ৯৯.৯৮ শতাংশ। ছেলেদের পাসের হার ৯৯.৯৭ শতাংশ। পুনর্মূল্যায়নের আবেদনের জন্য আগামী ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত সময় থাকছে।

রিভিউয়ের জন্য প্রতি বিষয় পিছু ১ হাজার টাকা করে দিতে হবে ইচ্ছুক পড়ুয়াদের। এ বার আইসিএসই পরীক্ষা দু’টি সেমেস্টারে হয়েছিল। দু’টির ফল একসঙ্গে বেরিয়েছে। করোনা আবহে এই প্রথম আইসিএসই দশমের দুটো আলাদা সেমেস্টারে পরীক্ষা হয়েছে। একই ভাবে মূল্যায়নের পথে হেঁটেছে সিবিএসই-ও। আইসিএসই দশমের ক্ষেত্রে প্রথম টার্ম হয় নভেম্বর-ডিসেম্বরে। দ্বিতীয় টার্ম এপ্রিল-মে মাসে।

কীভবে ফলাফল জানা যাবে:

প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট cisce.org/ results.cisce.org-তে যান।

‘ICSE 10th Result 2022′ লেখা লিঙ্কটিতে ক্লিক করুন।

আপনার ইউনিক আইডি, ইনডেক্স নম্বর এবং ক্যাপচা কোড লিখুন।

কম্পিউটারের স্ক্রিনে এবার ফলাফল দেখুন।

ফলাফল ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য প্রিন্ট করে নিন।  

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*