‘বাংলাকে কেউ ভাঙতে এলে, তারা নিজেরাই গুঁড়িয়ে যাবে’, রেড রোড থেকে বিরোধীদের নিশানা অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ঈদের সকালে রেড রোডের নামাজ পাঠের অনুষ্ঠান মঞ্চ থেকে ঐক্যের বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর বক্তব্য রাখতে উঠে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে তীব্র বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের ‘সেকেন্ড ইন কমান্ড’। তিনি বলেন, “বাংলাকে কেউ ভাঙতে এলে, তারা নিজেরাই গুঁড়িয়ে যাবে। এই মাটির শক্তি তারা জানে না।”
ঈদের নামাজে রেড রোডে উপস্থিত হয়ে জনতার উদ্দেশ্যে অভিষেক বলেন, “যাঁরা ভেদাভেদের রাজনীতি করেন তাঁরা ভুলে যান, যে চাঁদ ঈদের বার্তা দেয়, সেই চাঁদ দেখেই করওয়া চৌথও হয়। ধর্ম দিয়ে, জাত দিয়ে, ভাষা দিয়ে বাংলা বা দেশকে ভাঙার চেষ্টা করলে তা সফল হবে না। আমি আজীবন বাংলার অখণ্ডতা রক্ষার স্বার্থে কাজ চালিয়ে যাব।”
তৃণমূল সাংসদ এদিন আরও বলেন, “এই দেশ যতটা হিন্দুদের, ততটাই মুসলমানদেরও। দেশ কারও একার নয়, কোনও একটি ধর্মের জন্য নয়। কারও বাবার নয় এই দেশ। দেশটা সবার।” তাঁর অভিযোগ, “কেউ বলছেন হিন্দুরা বিপদে, কেউ বলছেন মুসলিমরা বিপদে। আমি বলি, বিজেপি চশমা খুলে দেখুন, গোটা দেশ বিপদে। বিপদে আছে দেশের সংবিধান, দেশের মানুষ। তাই আজ ঐক্যবদ্ধ থাকার সময়।”
রেড রোড থেকে এদিন তাঁর অঙ্গীকার, “যতই চেষ্টা করুক ওরা, বাংলায় ওরা সফল হতে পারবে না। মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত আমরা বাংলার ঐক্যকে অটুট রাখব।”
এদিন ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে তৃণমূল সাংসদ বলেন, “এই বাংলা থেকেই একসময় ১৮টি আসনে জিতেছিল বিজেপি। আজ এখানকার মানুষ তাদের ছয়টি আসনে হারিয়ে দিয়েছেন। বাংলার মানুষ জেগে না-উঠলে ওরা সারা দেশে একনায়কতন্ত্র কায়েম করত।”
প্রতি বছরের মতো এবারও ঈদের শুভেচ্ছা ভাগ করে নিতে সোমবার রেড রোডে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন শান্তি ও সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি কোনও রকম প্ররোচনায় পা না-দেওয়ার জন্য মানুষের কাছে আহ্বান জানান মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*