কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়কের মেয়ে নীলাদ্রিশেখর দানার মেয়ে মৈত্রেয়ীকে জিজ্ঞাসাবাদ করতে বাঁকুড়ায় পৌঁছল সিআইডির একটি প্রতিনিধি দল। শুক্রবার সকালে বাঁকুড়ায় কানকাটা এলাকায় বিধায়কের বাড়িতে পৌছয় ওই প্রতিনিধি দল। বাড়িতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি। পরীক্ষা ছাড়াই কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন বিজেপি সাংসদ-বিধায়কের আত্মীয়রা এমনটাই অভিযোগ উঠেছিল। ঘটনায় দায়ের হয় এফআইআর। বিজেপি বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষের পুত্রবধূ, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার মেয়ে সহ মোট ৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় কল্যাণী থানায়।
এরপর কল্যাণী এইমস-এ চাকরি দুর্নীতির তদন্তভার তুলে দেওয়া হল সিআইডির হাতে। এই মামলায় চাকদহ বিধানসভার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনুসূয়া ঘোষকে একাধিকবার তলব করে সিআইডি। যদিও হাজিরা এড়িয়েছেন তিনি। এরপর চিঠি দেওয়া হয় নীলাদ্রিশেখর দানার মেয়েকে। যদিও তিনি চিঠি পাননি বলে জানিয়েছিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক।
Be the first to comment