রোজদিন ডেস্ক, কলকাতা:– আজ সকালে তৃতীয় শ্রেণির ছাত্রী গার্গী তুষার রাণপাড়া হঠাৎ মারা যায়। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে শিশুটি চেয়ার থেকে পড়ে যাচ্ছে, কিন্তু তাতেও শিক্ষকদের মনোযোগ নেই এবং ১৫ সেকেন্ডেরও বেশি সময় সে ছটফট করতে থাকে। আহমেদাবাদের বোডকদেবের জেবার স্কুলে পড়াশোনা করা গার্গী তুষার রাণপাড়া আজ স্কুলে আসলে হঠাৎ চেয়ারে বসে পড়ে এবং তার শরীর খারাপ হতে শুরু করে।
ওই সময়ে স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীরা কাছে আসছিল, কিন্তু শিক্ষকদের একটিও মনোযোগ ছিল না। শিশুটি হাতও তুলছিল, কিন্তু তখন শিক্ষকদের চোখে পড়লে তারা এগিয়ে আসেন।
স্কুলের প্রিন্সিপাল শর্মিষ্ঠা সিংহা জানিয়েছেন, শিশুটি আহমেদাবাদে তার দাদা-দাদির সঙ্গে থাকত। তার বাবা-মা বর্তমানে মুম্বাইয়ে রয়েছেন, তাই তাদের জানানো হয়েছে। ভর্তি নেওয়ার সময় শিশুটির কোন অসুস্থতা ছিল না। স্কুলে ভর্তি নেওয়ার সময় তার অসুস্থতার কোনো ডকুমেন্ট ছিল না। অন্যান্য কোনো অসুস্থতা না থাকা সত্ত্বেও হঠাৎ শিশুটির বুকের ব্যথা শুরু হয় এবং সে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়।
8 વર્ષની બાળકીને અચાનક આવ્યો કાર્ડિયાક અરેસ્ટ, ગુમાવ્યો જીવ.#gujarat #ahmedabad #school #tv13gujarati pic.twitter.com/7KYfRNp30F
— TV13 Gujarati (@tv13gujarati) January 10, 2025
Be the first to comment