রোজদিন ডেস্ক:- ফের ভয়াবহ পথ দুর্ঘটনার জেরে অন্তত ৯ জনের মৃত্যুর মর্মান্তিক ঘটনা উঠে এল খবরের শিরোনামে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গোন্দিয়ায়। এই দুর্ঘটনার জেরে অনেকেই আহত হয়েছেন। একটি বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্টের ওই যাত্রীবাহী বাসটি উলটে যায়।
শুক্রবার দুপুর বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় একাধিক মৃত্যুর জেরে ওই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যাহত হয় স্বাভাবিক যান চলাচল।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, যাত্রীবাহী ওই বাসটি নাগপুর থেকে গোন্দিয়া যাচ্ছিল। বাস রাস্তার মোড়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দ্রুত গতিতে একটি বাইক সেখানে চলে আসে। বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে বাসের চালক তৎক্ষণাৎ বাসটি ঘুরিয়ে দেন। যার কারণে দ্রুতগামী বাসটি টাল সামলাতে না পেরে একেবারে উলটে যায়। দুর্ঘটনার সময় বাসে ৩৫ জনেরও বেশি যাত্রী উপস্থিত ছিল।
ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু ঘটে। কিছুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনার জেরে আহতের সংখ্যাও নেহাত কম নয়। ইতিমধ্যেই মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রত্যেকের দেহ শনাক্ত করা সম্ভব হয়নি। মৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে। দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি সেখানে হাজির হয় স্থানীয় পুলিশ।
Be the first to comment