চার্জশিট দিতে পারল না সিবিআই, আরজি কর মামলায় জামিন সন্দীপ ও অভিজিতের

Spread the love

রোজদিন ডেস্ক :- জামিন পেলেন আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। ৯০ দিনের মাথাতেও কোনও রকমের সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারেনি সিবিআই। ফলে এই ঘটনায় টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডল ও আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিন মঞ্জুর করে শিয়ালদা আদালত।
সূত্রের খবর, আজ আদালতে সিবিআইয়ের গোয়েন্দাদের আরজি করে ধর্ষণ ও খুনের মামলার অগ্রগতি সম্পর্কে জিজ্ঞাস করা হলে তাঁরা বলেন, এখনও তদন্ত চলছে। অর্থাৎ টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল ও আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে এখনও তথ্যপ্রমাণ জোগাড় করছে সিবিআই। এরপরেই তাঁদের আইনজীবীরা আদালতে দাবি করেন যে, তাঁদের মক্কেলরা ৯০ দিন সংশোধনাগারে থেকেছেন। ফলে তাঁদের জামিন দেওয়া হোক। তাঁদের আবেদনে সাড়া দিয়ে দু’জনেরই জামিন মঞ্জুর করে আদালত। তবে জামিন পেলেও আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির মামলায় জেলেই থাকতে হবে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। জানা গিয়েছে, দু’হাজার টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে জামিন দেওয়া হয় আর জি করের প্রাক্তন অধ্যক্ষ এবং টালা থানার ওসিকে।
অভিজিতের আইনজীবী মহম্মদ সাজিদ বলেন, ‘‘আমার মক্কেলের বিরুদ্ধে এখনও কোনও তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। গ্রেফতারির পরে ৯০ দিন হয়ে গিয়েছে, সিবিআই চার্জশিট দেয়নি। সিবিআই বার বার বলছে, এখনও তদন্ত চলছে। তার অর্থ, আমার মক্কেলের বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি।’’ তিনি জানিয়েছেন, শুক্রবার জেল থেকে বেরিয়ে যাবেন অভিজিৎ।
প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে নেমে সন্দীপকে গ্রেফতার করেছিল সিবিআই। পরবর্তীতে গত ১৫ সেপ্টেম্বর তাঁকে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার দেখায় সিবিআই।
পাশাপাশি সন্দীপের সঙ্গে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকেও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*