রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ থেকে উত্তুরে হাওয়ার দাপট বেড়ে তাপমাত্রা কয়েক ডিগ্রি নামার কথা। তবে পথের কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। আলিপুর আবহাওয়া অফিস জানায়, শনিবার থেকে আগামী সপ্তাহ পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকবে। তবে বাদ সাধছে পশ্চিমী ঝঞ্ঝা। আজ থেকেই মাঘের শীতের দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার কথা।
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়ায় বাধা দিচ্ছে। ফলে জাঁকিয়ে শীতের সম্ভাবনা আবারও কমে গেল। তবে শীতের যে আমেজ রয়েছে তা আপাতত থাকবে। আগামী পাঁচদিন সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। বড় কোনও বদলের সম্ভাবনা নেই।
তবে হালকা কুয়াশা থাকবে শহর কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। আবহাওয়া শুষ্কই থাকবে।
উত্তরবঙ্গে জার্জিলিং, কালিম্পং, মালদা, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় সকাল থেকেই ঘন কুয়াশা থাকবে। উত্তরবঙ্গ জুড়ে ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা নামবে ২০০ মিটারের নীচে।
পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজ কলকাতার তাপমাত্রা খানিকটা বাড়বে। এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সারাদিন আকাশ পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে তাপমাত্রা সামান্য বেশি থাকবে। রবিবার থেকে তাপমাত্রা ফের কমতে পারে।
Be the first to comment