খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে বিনামূল্যে ইনকামিং কল পরিষেবা

Spread the love

রি-পেইড গ্রাহকদের জন্য দুঃসংবাদ। খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে বিনামূল্যে ইনকামিং কল পরিষেবা। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া। সূত্রের খবর, এতোদিন পর্যন্ত ইনকামিং কল পরিষেবা নিয়ে চিন্তা করতে হত না গ্রাহকদের। আউটগোয়িং পরিষেবার জন্য রিচার্জ করলেই লেঠা চুকে যেত। কিন্তু সেই সুদিনের ইতি ঘটতে চলেছে এবার। এমনিতেই জিও আসার পর থেকে টেলিকম সেক্টরে ভয়ঙ্কর প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে অন্যান্য এয়ারটেল, ভোডাফোনকে। শুধু যে কোম্পানিগুলির লাভের বহর কমছে তা নয়। সস্তার ট্যারিফ ও ডাটা প্লানও চালু করতে হয়েছে। তা সত্ত্বেও হারানো বাজার এখনও সেভাবে ফিরে আসেনি। অনেকেই পুরনো সিমগুলিতে রিচার্জ করা একেবারেই বন্ধ করে দিয়েছে। এই পরিস্থিতিতে পরিষেবা চালু রাখার নূন্যতম রিচার্জের নিয়ম লাগু করতে চলেছে সংস্থাগুলি। দেশে প্রথম যখন মোবাইল পরিষেবা চালু হয়, তখন ইনকামিংয়ের জন্যও টাকা কাটা হত। পরে যদিও সেসব উঠে যায়। সিম কিনলেই আজীবন ইনকামিং পরিষেবা পাওয়া যেত। তার বদল এখন আবার সেই নিয়েমেই ফিরে যাওয়া হতে পারে। সেক্ষেত্রে ইনকামিং পরিষেবার জন্য নূন্যতম মাসিক রিচার্জ করতে হবে। এয়ারটেল গ্রাহকদের জন্য মাসে ৩৫ টাকার নূন্যতম রিচার্জ করতে হবে। ভোডাফোন গ্রাহকদের ৩০ টাকার রিচার্জ করতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*