মণিপুর নিয়ে মোদিকে চাপে রাখতে আজই রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ INDIA জোটের

Spread the love

আড়াই মাস অতিক্রান্ত। জাতিদাঙ্গায় জ্বলছে বিজেপি শাসিত ডবল ইঞ্জিন মনিপুর। হিংসা থামাতে ব্যর্থ কেন্দ্র ও রাজ্য সরকার। অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘন ঘন বিদেশ সফর করলেও মণিপুরে যাওয়ার প্রয়োজন বোধ করেন না মোদি। মণিপুর ইস্যুতে তাই মোদিকে ঘরে-বাইরে চাপে রাখতে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছেন INDIA জোটের প্রতিনিধিরা।

মণিপুর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই মঙ্গলবার বিরোধী জোটের তরফে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে সময় চান। সেই আবেদন মেনেই রাষ্ট্রপতি বুধবার সময় দেন INDIA জোটের প্রতিনিধিদের। আজ সকাল সাড়ে ১১টায় রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাবেন INDIA জোটের প্রতিনিধিরা। তাঁরা মূলত মণিপুরের হিংসা, সম্প্রতিই হরিয়ানায় অশান্তি ও সংসদের কার্যাবলী সঠিকভাবে না হওয়া নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে অভিযোগ জানাবেন। গত সপ্তাহেই হিংসা বিধ্বস্ত মণিপুরে INDIA জোটের যে ২১ সাংসদের প্রতিনিধি দল গিয়েছিলেন, তাঁরাই আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে উত্তর-পূর্বের রাজ্যের পরিস্থিতি নিয়ে রিপোর্ট জমা দেবেন।

প্রসঙ্গত, লোকসভায় বাদল অধিবেশনের শুরু থেকেই বিরোধী দলগুলি মণিপুর ইস্যু নিয়ে আলোচনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতির দাবি জানিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। গত ২৬ জুলাই কংগ্রেস সাংসদ গৌরব গগৈ ও বিআরএস সাংসদ নাগেশ্বর রাও কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। সেই প্রস্তাব গ্রহণ করেন স্পিকার ওম বিড়লা। পাশাপাশি তিনি
জানান, আগামী ৮ আগস্ট এই অনাস্থা প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা হবে। ১০ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণ দেবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*