মুম্বইয়ে INDIA জোটের বৈঠক ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর

Spread the love

বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো চেয়েছিলেন মোদি ও বিজেপি বিরোধী জোটের শুরুটা হোক পাটনা থেকে। তাঁর ইচ্ছাকে মান্যতা দিয়ে গত ২৩ জুন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ প্রধান নীতীশ কুমারের আয়োজনে বিহারের পাটনায় ১৫টি অবিজেপি দলের শীর্ষ নেতৃত্ব চব্বিশের লোকসভা ভোটের আগে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের দিশা খুঁজতে প্রথম বৈঠক করেছিলেন। এরপর গত ১৭ ও ১৮ জুলাই কংগ্রেস শাসিত কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে আয়োজিত বৈঠকে অংশ নেয় ২৬টি দল। এই বৈঠক থেকেই জোটের ঐতিহাসিক নামকরণ হয় INDIA.
আবার বাণিজ্য নগরী মুম্বইতে বসতে চলেছে INDIA জোটের তৃতীয় বৈঠক।

এই বৈঠকের আয়োজন করতে চলেছে মূলত স্থানীয় “মহাবিকাশ অঘাড়ী” জোটের তিন শরিক— কংগ্রেস,
উদ্ধব থাকরে শিবসেনা এবং শারাদ পাওয়ার এনসিপি।
জানা গিয়েছে, মুম্বইয়ের বোরিবলী এলাকায় সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যানের অদূরে পওয়ই হ্রদের তীরে একটি হোটেলে ওই বৈঠক শুরু হবে ৩১ অগস্ট সন্ধ্যায়। বেঙ্গালুরুর মতোই সে রাতে হতে পারে নৈশভোজ আলোচনা। মূল বৈঠক হবে ১ সেপ্টেম্বর।

প্রাথমিক ভাবে স্থির হয়েছিল আগামী ২৫-২৬ অগস্ট এই বৈঠক হবে মুম্বইয়ে। কিন্তু সহযোগী সবগুলি দলের সম্মতির ভিত্তিতে বৈঠকের দিন স্থির হয়েছে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর। এই বৈঠক থেকেই ঠিক হয়ে যেতে পারে নয়া জোটে চেয়ারপার্সনের নাম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*