মৈনাক সাউ,
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ হারের পর আজ বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমে ভারত জয়ী হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে যারা ব্যাটে রান পাননি তাঁদের ব্যাটেই এল সেঞ্চুরি। মঙ্গলবার টসস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে নেমেছিল। প্রথমে ব্যাট করতে নেমে আবার রান পেলো না ভারতের দুই ওপেনার। রোহিত শর্মা ৪২ বলে ১৯ রান করলেন। শিখর ধাওয়ান ৯ বলে করলেন ১ রান। ৪৬ বলে ৪৭ রান করেন বিরাট কোহলি । এরপর চার নম্বরে ব্যাট করতে আসেন লোকেশ রাহুল। ৯৯ বলে ১০৮ রানের ইনিংস খেললেন তিনি। তিনি ১২টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডাতি মারেন। পাঁচ নম্বরে নামা বিজয় শঙ্কর দু’রান করে ফিরে যান।মএর পরেই আসেন এমএস ধোনি। ৭৮ বলে করলেন দুরন্ত ১১৩ রান। আটটি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারি মেরে প্র্যাকটিস ম্যাচের হিরো হয়ে গেলেন ধোনি । হার্দিক পাণ্ড্যের ব্যাট থেকে এল ২১ রান। সাত রান করে দীনেশ কার্তিক ও ৪ বলে ১১ রান করে রবীন্দ্র জাডেজা অপরাজিত থাকলেন। ভারত থামল ৩৫৯-৭-এ।
এরপর বাংলাদেশ ব্যাটিং করতে এসে শুরুতেই দুই উইকেট হারালেও হাল ছাড়েনি বাংলাদেশ। আর ৯০ বলে ৭৩ রান করে আউট হন লিটন দাস। ৯৪ বলে ৯০ রান করে আউট হন তিনি। ৪৯.৩ ওভারে বাংলাদেশ থামল ২৬৪-১০-এ।
ভারতের হয়ে বল হাতে যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল সফল হয়েছেন। বুমরা দুটো উইকেট নেন। তিনটি করে উইকেট নেন বাকি দুই বোলার। এক উইকেট রবীন্দ্র জাডেজার। ৯৫ রানে ম্যাচ জিতে নিল ভারত।
Be the first to comment