রোজদিন ডেস্ক :- বিশ্বের কনিষ্ঠ দাবাড়ু চ্যাম্পিয়ন হওয়ার অর্জন করলেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডোম্মারাজু গুকেকৃতিত্বশ। বৃহস্পতিবার বিশ্ব দাবাড়ু চ্যাম্পিয়নশিপের ১৪ নম্বর খেলায় চিনের ডিং লিরেনকে পরাজিত করেছেন গুকেশ। তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি এবং বিশ্বনাথন আনন্দ।
&Historic and exemplary!
Congratulations to Gukesh D on his remarkable accomplishment. This is the result of his unparalleled talent, hard work and unwavering determination.
His triumph has not only etched his name in the annals of chess history but has also inspired millions… https://t.co/fOqqPZLQlr pic.twitter.com/Xa1kPaiHdg
— Narendra Modi (@narendramodi) December 12, 2024
;এই জয়ের পরই প্রধানমন্ত্রী মোদি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “ঐতিহাসিক এবং দুর্দান্ত! ডি গুকেশকে তাঁর অবিস্মরণীয় সাফল্যে শুভেচ্ছা জানাই। তাঁর অপ্রতিরোধ্য মেধা, কঠিন পরিশ্রম এবং অদম্য জেদের ফল এই সাফল্য। দাবার ইতিহাসে শুধু যে তাঁর নামই খোদাই করা হয়েছে তা নয়, লক্ষ লক্ষ তরুণ ছেলেমেয়েদের স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে। তাঁর ভবিষ্যৎ উজ্জ্বল হোক।”
এই জয়ের পরেই দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “গুকেশ, আপনি দেশকে গর্বিত করেছেন! মাত্র ১৮ বছর বয়সে, কনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন হওয়া একটি অসাধারণ অর্জন। আপনার আবেগ এবং কঠোর পরিশ্রম আমাদের মনে করিয়ে দেয় সংকল্পে অটুট থাকলে সবকিছুই করা সম্ভব।”
Gukesh, you’ve made all of India proud! At just 18, becoming the youngest-ever World Chess Champion is a phenomenal achievement.
Your passion and hard work remind us that with determination, anything is possible. Congratulations, champ! pic.twitter.com/wcK4YZmVB9
— Rahul Gandhi (@RahulGandhi) December 12, 2024
আরেক বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ লেখেন, “অভিনন্দন! এটা দাবার জন্য একটা গর্বের মুহূর্ত, ভারতের জন্যও। ডব্লিউএসিএ-র জন্য একটা গৌরবের ক্ষণ এবং আমার জন্য, একটা খুব ব্যক্তিগত গর্বের সময়। ডিং ম্যাচটা দুর্ধর্ষ খেলেছে এবং সে নিজে যে চ্যাম্পিয়ন, সেটা বুঝিয়ে দিয়েছে”
Congratulations! It’s a proud moment for chess, a proud moment for India, a proud moment for WACA, and for me, a very personal moment of pride. Ding played a very exciting match and showed the champion he is.@FIDE_chess @WacaChess pic.twitter.com/o3hq26JFPf
— Viswanathan Anand (@vishy64theking) December 12, 2024
১৩৮ বছর ধরে হওয়া এই বিশ্ব দাবাড়ু চ্যাম্পিয়নশিপে (ডব্লিউসিসি) এই প্রথম দুই এশিয় দাবাড়ু- চিনের ডিং লিরেন এবং তাঁর প্রতিপক্ষ ডোম্মারাজু গুকেশ মুখোমুখি হয়েছিলেন। এই অবিশ্বাস্য জয়ের জন্য গুকেশ ২১.২১ কোটি টাকা (২.৫ মিলিয়ন মার্কিন ডলার) আর্থিক পুরস্কার পাবেন।
বৃহস্পতিবার ছিল ১৪তম ম্যাচ। তার আগে ১৩ তম ম্যাচ পর্যন্ত সমান পয়েন্ট ছিল দুই গ্র্যান্ডমাস্টারের। নিয়ম অনুসারে আগে ৭.৫ পয়েন্টে যিনি পৌঁছবেন তিনিই জিতবেন। বৃহস্পতিবার গুকেশ জিততেই কাঙ্খিত পৌঁছে যান ৭.৫ পয়েন্টে। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আবেগ ধরে রাখতে পারেননি গুকেশ। কান্নায় ভেঙে পড়েন।
Be the first to comment