টানা বৃষ্টিতে বিমান বিভ্রাট। আর তাই জর্ডনের বিরুদ্ধে ম্যাচ খেলতে পৌঁছাতেই পারল না ভারতীয় দল। ফলে ভেস্তে গেল খেলা।
শনিবার জর্ডনের বিরুদ্ধে ম্যাচ খেলার কথা ছিল ভারতীয় দলের৷ কিন্তু বৃষ্টির কারণে বিমান দেড়িতে ছাড়ায় শুক্রবার জর্ডনে পৌঁছতে অনেকটাই দেরি হয়ে যায় ভারতের৷ ১৫ সদস্যের ভারতীয় দল দুটি গ্রুপে ভাগ করে আম্মান পৌঁছায়৷ প্রথম গ্রুপে ভারতীয় গোলকিপার গুরপ্রীত সিং সহ একাধিক ফুটবলার বৃহস্পতিবার রাতে পৌঁছে গেলেও বাকি ফুটবলার ও অফিসিয়ালরা শুক্রবারের বিমানে ধরেন৷ ওখানেই হয় বিভ্রাট। খারাপ আবহাওয়ার জন্য ১০ ঘন্টারও বেশি সময় ধরে ভারতীয় দলকে কুয়েত বিমানবন্দরে আটকে থাকতে হয়৷
ফলে ম্যাচ শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে ভারতের পুরো দল আম্মানে এসে না পড়ায় ম্যাচ বাতিল ঘোষণা করা হয়৷ সূচি অনুযায়ী মঙ্গলবার সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ রয়েছে জর্ডনের৷ সেকারণেই ভারতের বিরুদ্ধে বাতিল ম্যাচটি নতুন করে কবে আয়োজন করা হবে, সে বিষয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি।
এর আগে শক্তিশালী চিনের বিরুদ্ধে ড্র করেছিল ভারত। ফলে র্যাঙ্কিংয়ে পেছনে থাকা জর্ডনের বিরুদ্ধে ভারতের ফল যে আরও ভালো হবে, সে বিষয়েই আশা ছিল ভারতীয় সমর্থকদের। ভারতের ফিফা র্যাঙ্কিং এখন ৯৭, জর্ডনের ১১২। কিন্তু ম্যাচের আগে কয়েকদিন আগেই ভারতীয় ফুটবলের পোস্টার বয় সুনীল ছেত্রী চোট পাওয়ায় তিনি ছিলেন না এ দিনের ম্যাচে।
৫ নভেম্বর আইএসএলে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে গোড়ালিতে চোট পেয়েছিলেন বেঙ্গালুরু স্ট্রাইকার সুনীল ছেত্রী। ভারতীয় ফুটবলের পোস্টার বয়ের জন্য সেই চোটই কাল হয়ে দাঁড়ায়৷ সুনীলের ছিটকে যাওয়ার পর এবার ম্যাচ বাতিলে স্বভাবতই হতাশ ভারতীয় ফুটবল অনুরাগীরা৷
এএফসি কাপে (২০১৯) ভালো ফলের লক্ষ্যে ইতিমধ্যেই চিনের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলে ফেলেছে ভারত। প্রথমবার চিনের মাটিতে গিয়ে তাদের রুখে দিয়ে আলোড়ন ফেলে দেয় স্টিভেন কনস্ট্যানটাইনের ছেলেরা। প্রস্তুতি পর্বে যাতে কোনও খামতি না থাকে সেই লক্ষ্যে জর্ডনের বিরুদ্ধে পরবর্তী ফ্রেন্ডলি আয়োজন করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
এই ম্যাচ ভেস্তে যাওয়ার পর এখন দেখার ফেডারেশনের তরফে অন্য কোনও দেশের বিরুদ্ধে ফের ম্যাচ আয়োজন করা যায় কিনা।
Be the first to comment