এশিয়া কাপে অনায়াসেই পাকিস্তানের বিরুদ্ধে জয় পেলো ভারত। বুধবার শুরুতেই পাকিস্তানের দুই ওপেনারকে তুলে নিয়ে সরফরাজদের চাপে ফেলে দেন ভুবনেশ্বর কুমার। ভারতীয় বোলারদের দাপটে মাত্র ১৬২ রানে পাকিস্তানের ইনিংস থেমে যায়। জবাবে সহজেই ২ উইকেট হারিয়ে ২৯ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া। এদিন ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন হিটম্যান। ৩৯ বলে ৫১ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। ৪৬ রানে আউট হন শিখর ধওয়ান। তবে রোহিত-ধওয়ান ফেরার পর অম্বাতি রায়াডু ও দীনেশ কার্তিক ধীরে সুস্থে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। এশিয়া কাপের ফাইনালে হারার পর এদিন পাকিস্তানকে ৮ উইকেটে হারালো মেন ইন ব্লু।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। ফর্মে থাকা ইমাম-উল-হক ও ফকর জামানকে শুরুতেই তুলে নেন ভুবি। এরপর বাবর আজম ও শোয়েব মালিক কিছুটা হলেও সামাল দেন। ব্যক্তিগত ৪৭ রানে কুলদীপের স্পিনে ধরাশায়ী হন বাবর আজম। এরপর অধিনায়ক সরফরাজ আহমেদ টিকতে পারেননি। কেদার যাদবের বলে বাউন্ডারি লাইনে অসাধারণ ক্যাচ ধরেন মণীশ পাণ্ডে। কোমরের নীচে চোট থাকায় এদিন মাঠ ছাড়েন হার্দিক পান্ডিয়া। তাঁর জায়গায় মাঠে নেমেছিলেন মণীশ পাণ্ডে। শোয়েব মালিককে থ্রোয়ে রানআউট করে পাকিস্তানের সমস্ত আশায় জল ঢেলে দেন অম্বাতি রায়াডু। ফাহিম আশরাফ ও মহম্মদ আমির চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। ১৬২ রানে অলআউট হয় পাকিস্তান। ৩টি করে উইকেট নিয়েছেন কেদার যাদব ও ভুবনেশ্বর কুমার। ২টি উইকেট তুলেছেন জসপ্রীত বুমরা, ১টি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব।
Be the first to comment