নাগপুর টেস্টের তৃতীয় দিনে রানের পাহাড় গড়েছে ভারত

Spread the love

রবিবার নাগপুরে ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের তৃতীয় দিন পুরোপুরি ভারতীয় ব্যাটসম্যানদের দখলে ছিল। তৃতীয় দিনের শেষ পর্যন্ত শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২১ রান করেছে। দ্বিতীয় ইনিংসের শুরুতেই শ্রীলঙ্কার প্রথম উইকেটের পতন হয়।
তবে এর আগে ভারত তাদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৬১০ রানের পাহাড় গড়ে ডেক্লেয়ার্ড করে। আজকের দিন পুরোপুরি বিরাট ময়। গতকাল ৫৪ রানে অপরাজিত থাকা বিরাট এদিন দুর্দান্ত ব্যাট করে। এদিন ২৬৭ বল খেলে করা তার ২১৩ রানের ইনিংসে ছিল ১৭টা চার এবং দুটো ছক্কা। ক্যাপ্টেন হিসাবেই করা তার ৫টা ডাবল সেঞ্চুরী এবং টেস্টে এই নিয়ে তার ১৯ নম্বর সেঞ্চুরী। চলতি সিরিজের দ্বিতীয় ম্যাচেও তিনি তার দ্বিতীয় শতরান করেন। কলকাতার ইডেনে প্রথম টেস্টেও তিনি সেঞ্চুরী করেছিলেন। অধিনায়ক হয়ে তিনি তার ১২তম সেঞ্চুরী করলেন, সুনীল গাভাসকারের অধিনায়ক হিসাবে করা ১১তম সেঞ্চুরীর রেকর্ডকে ভেঙে দিলেন। বিরাটের করা নাগপুর টেস্টের সেঞ্চুরী একবছরে সমস্ত রকম আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে করা দশম সেঞ্চুরী। অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ-এর করা সর্বাধিক ৯ টা সেঞ্চুরীর রেকর্ডকে ভেঙে দিলেন।
গতকাল মুরলি বিজয় ও চেতেশ্বর পুজারা সেঞ্চুরী করেছিলেন। এদিন পুজারা ১৪৩ রান করে আউট হয়ে যান। আজিঙ্কা রাহানেও মাত্র ২ রান করে আউট হয়ে যান। দীর্ঘদিন বাদে টেস্ট খেলতে নেমে রোহিত শর্মাও আজ সেঞ্চুরী করেন। তিনি ১৬০ বলে ১০২ রান করে নট আউট থেকে যান। তিনি ও বিরাট মিলে ১৭৩ রানের পার্টনারশিপ গড়ে তোলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*