হকিতে পদক জয় ভারতের; এই জয়ের কোভিড যোদ্ধাদের উদ্দেশ্যে উৎসর্গ ভারতীয় হকি টিমের

Spread the love

অলিম্পিক্সে হকিতে জার্মানিকে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছে ভারত।জয়ের পর কোভিড যোদ্ধাদের এই পদক উৎসর্গ করলেন দলের অধিনায়ক মনপ্রীত সিংহ। ম্যাচের পর ভারত অধিনায়ক বলেন, ‘‘এই পদক কোভিডের বিরুদ্ধে যাঁরা সামনে থেকে লড়াই করছেন তাঁদের উৎসর্গ করছি।’’

১৯৮০ সালে সোনা জেতার পর প্রথমবার হকিতে পদক পেল ভারত। বৃহস্পতিবার দু’বার পিছিয়ে থেকেও জয় তুলে নেয় তাঁরা। খেলা শুরুর ২ মিনিটেই এগিয়ে যায় জার্মানি। সিমরনজিৎ সিংহ সমতা ফেরালেও ২৪ মিনিট ও ২৫ মিনিটে ফের গোল করে এগিয়ে যায় জার্মানি। হার্দিক সিংহ ও হরমনপ্রীত সিংহের গোলে ফের সমতা ফেরায় ভারত। এরপর রূপিন্দর পাল সিংহ ও সিমরানজিতের গোলে ব্যবধান বাড়ায় তারা। ৪৮ মিনিটে জার্মানির হয়ে ব্যবধান কমান লুকাস উইন্ডফেডার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*