যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়েছেন বহু ভারতীয়। একে একে তাঁদের বাড়িতে ফেরানোর উদ্যোগ নিয়েছে ভারত সরকার। রাতেই দ্বিতীয় বিমান উড়েছে ইজরায়েলের তেল আভিভ থেকে। আরও ২৩৫ জন ভারতীয়কে ফেরানো হচ্ছে বলে সূত্রের খবর। ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য শুরু হয়েছে ‘অপারেশন অজয়’। প্রথম বিমানে শুক্রবারই ২১২ জন ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে। দ্বিতীয় বিমানে থাকা ২৩৫ জন ভারতীয়ের মধ্যে ২ শিশুও রয়েছে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, ২৩৫ জন ভারতীয়কে নিরাপদে ইজরায়েল থেকে সরানো সম্ভব হয়েছে। রাতেই এই দ্বিতীয় বিমানের কথা জানিয়ে এক্স মাধ্যমে ছবি পোস্ট করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
অপারেশন অজয়’ এখনও জারি রয়েছে। ভারতীয় দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করে দেশে ফেরানো হচ্ছে। পরবর্তী বিমানের কথাও ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে ইজরায়েলের ভারতীয় দূতাবাসের তরফ থেকে।
এর আগে বৃহস্পতিবার রাতে আটকে পড়া ভারতীয়দের নিয়ে প্রথম বিমান ছাড়ে। শুক্রবার সকালেই দিল্লিতে পৌঁছেছেন ২১১ জন ভারতীয়। তাঁদের মধ্যে রয়েছে এক শিশুও। জানা গিয়েছে, ‘অপারেশ অজয়’ নামে এই উদ্ধার অভিযানে যে ভারতীয়রা আগে নাম নথিভুক্ত করছেন, তাঁদেরই আগে বিমানে ফেরার সুযোগ দেওয়া হচ্ছে। ভারত সরকারই পুরো খরচ বহন করছে।
জানা গিয়েছে, বিভিন্ন কাজের সূত্রে ইজরায়েলে থাকেন প্রায় ১৮০০০ ভারতীয়। কেউ ছাত্র, কেউ গবেষক, কেই ব্যবসায়ী আবার কেউ চাকরি করেন সে দেশে। তাঁদের ফেরাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত শনিবার আচমকা ইজরায়েলের বুকে একের পর এক রকেট নিক্ষেপ করে হামাস। ইজরায়েলে প্রায় ১৩০০ মানুষের মৃত্যু হয়। এরপরই পাল্টা বিমান হামলা চালায় ইজরায়েল। এরপর থেকেই শুরু এই যুদ্ধ পরিস্থিতি, যা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে।
Be the first to comment