কাবুল ছাড়ার জন্য বিমানবন্দরে অপেক্ষারত প্রায় ১৫০ জনকে তালিবান অপহরণ করেছে বলে জানা গিয়েছে। একাধিক আফগান মিডিয়াকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই এই কথা জানিয়েছে। যদিও খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। সরকারি কোনও বক্তব্য এই প্রেক্ষিতে আসেনি দুপুর দেড়টা পর্যন্ত। জানা গিয়েছে অপহৃত ১৫০ জনের মধ্যে বহু ভারতীয় রয়েছেন।
জানা গিয়েছে বিমানবন্দরের কাছে একটি পুলিশ স্টেশনে এই অপহৃতদের রেখেছে তালিবান। এই মানুষদের জিজ্ঞাসাবাদ করছে তালিবান জঙ্গিরা। এদিকে এই পরিস্থিতিতে ব্যাকচ্যানেল আলোচনা হচ্ছে বলে জানা গিয়েছে। নিউইয়র্ক টাইমসের সাংবাদিক শারিফ হাসানের টুইট মারফত এই তথ্য মিলেছে।
এদিকে এই অপহরণের ঘটনা অস্বীকার করা হয়েছে তালিবানি মুখপাত্রের তরফে। তালিবান মুখপাত্র আহমেদুল্লাহ ওয়াসেক দাবি করেছেন যে এরকম ভাবে কোনও ভিনদেশি নাগরিককে অপহরণ কার হয়নি। তাঁর বক্তব্য, কাবুল বিমানবন্দরের বাইরে আমাদের পাহারা রয়েছে। বিমানবন্দরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। কাউকে অপহরণ করা হয়নি।
উল্লেখ্য, আজ সকালে ভারতীয় বায়ুসেনার সি-১৩০-জে বিমান কাবুল বিমানবন্দর থেকে ৮৫ জন ভারতীয়কে নিয়ে তাজিকিস্তানে উড়ে যায়। বিমানটি তাজিকিস্তানে নিরাপদে ল্যান্ড করেছে। বেশিরভাগ ভারতীয়কে কাবুল থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল। আফগানিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলি জানিয়েছে, ভারতীয় বায়ুসেনার সি-১৩০-জে বিমান উড়ে যাওয়ার ঘণ্টাখানেকের মধ্যে এই অপরহণের ঘটনা ঘটে। কাবুল বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিলেন ওই ভারতীয়রা।
Be the first to comment