বাংলার শামিকে নিয়েই ঘোষিত ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড, অধিনায়ক রোহিত, ডেপুটি গিল

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- অপেক্ষার অবসান। একটু দেরিতে হলেও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষণা হয়ে গেল ভারতীয় স্কোয়াড। কথামতই শনিবার দুপুরে মুম্বইয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করা হল বোর্ডের তরফে। এদিনের বৈঠকে চূড়ান্ত দল বাছাইয়ের আগে শুক্রবার দলের অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ গৌতম গম্ভীরের সঙ্গে নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর একপ্রস্থ আলোচনা সেরে নেন বলে খবর। সেইমত এদিন বৈঠকের পর ঘোষণা হল স্কোয়াড। আশঙ্কা থাকলেও স্পিডস্টার জসপ্রীত বুমরাকে নিয়েই ঘোষিত হল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাথমিক স্কোয়াড।

স্কোয়াডে প্রত্যাশিতভাবে রয়েছেন মহম্মদ শামিও। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের স্কোয়াডে আগেই প্রত্যাবর্তন হয়েছে এই বাংলা পেসারের। ঘরোয়া ক্রিকেটে (বিজয় হাজারে ট্রফি) ৭৫২ ব্যাটিং গড়ে দুর্ধর্ষ ফর্মে থাকা করুণ নায়ারকে নিয়ে জল্পনা চলছিল। কিন্তু আইসিসি মার্কি ইভেন্টের স্কোয়াডে তাঁকে রাখা হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতের ডেপুটি শুভমন গিল। চ্যাম্পিয়ন্স ট্রফির পাশাপাশি এদিন ঘরের মাঠে ইংরেজদের বিরুদ্ধে ৫০ ওভারের সিরিজের জন্যও স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। সেই স্কোয়াডে অবশ্য রাখা হয়নি বুমরাকে। এছাড়া ইংল্যান্ড সিরিজের জন্য ঘোষিত স্কোয়াড একই।
পিঠে চোটের কারণে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টের মাঝপথে বোলিং থেকে অব্যাহতি নিয়েছিলেন অধিনায়ক বুমরা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ড সিরিজে তাই বিশ্রামে রাখা হয়েছে তাঁকে। পরিবর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে দলে নেওয়া হয়েছে হর্ষিত রানাকে। অভিজ্ঞ অলরাউন্ডার হিসেবে দলে ঠাঁই পেলেন হার্দিক পান্ডিয়া, এবং রবীন্দ্র জাদেজা। এছাড়াও রয়েছেন অক্ষর প্যাটেলও। পেস বোলিং বিভাগে বুমরা, শামির সঙ্গে আর্শদীপ সিং। মুম্বইয়ে এদিন দলঘোষণার পর কথামত সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রোহিত শর্মা ও অজিত আগরকর। তবে ছিলেন না গৌতম গম্ভীর।
উল্লেখ্য, আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের সঙ্গে খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে ভারতীয় দল। তার আগে ১৩ ফেব্রুয়ারির মধ্যে প্রয়োজনে স্কোয়াডে পরিবর্তন করা যাবে। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ ২৩ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবেন রোহিতরা। ২ মার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামবে ‘মেন ইন ব্লু’।

একনজরে ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহঅধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*