জুনিয়র চিকিৎসকদের নতুন আইনজীবী ইন্দিরা জয়সিং

Spread the love

 

রোজদিন ডেস্ক:-

আগামী মঙ্গলবার সুপ্রিমকোর্টে আরজি কর মামলার শুনানিতে এবার জুনিয়র চিকিৎসকদের হয়ে সওয়াল করতে দেখা করতে দেখা যাবে প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহকে।

এই মামলায় এর আগের শুনানিগুলিতে সওয়াল করতে দেখা যায় আইনজীবী গীতা লুথরাকে। মঙ্গলবার তাঁদের হয়ে সওয়াল করবেন ইন্দিরা। আর চিকিৎসকদের আর এক সংগঠন, ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল’-এর হয়ে সওয়াল করবেন করুণা নন্দী এবং সব্যসাচী চট্টোপাধ্যায়। এই সংগঠনও ওই ঘটনার প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
রবিবার জানা যায়, ইন্দিরাকে নিজেদের আইনজীবী হিসাবে নিয়োগ করছেন জুনিয়র ডাক্তারেরা। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তরফে অনিকেত মাহাতো বলেন, “আমরা আইনজীবী হিসাবে ইন্দিরা জয়সিংহকে নিয়োগ করেছি। আগামী মঙ্গলবার তিনি আমাদের হয়ে সওয়াল করবেন।”
ইন্দিরা সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবীদের মধ্যে অন্যতম। একাধিক গুরুত্বপূর্ণ মামলায় তাঁকে সওয়াল করতে দেখা গিয়েছে। সুপ্রিম কোর্টের শুনানি যাতে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সাধারণ মানুষও দেখতে পারেন, তার জন্য শীর্ষ আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন ইন্দিরা। ২০২৩ সালের জানুয়ারি মাসে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চ ইন্দিরার আর্জিকে মান্যতা দেওয়ার কথা জানায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*