জেল থেকে ছাড়া পেলেন শিনা বোরা হত্যায় অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়

Spread the love

জামিন পেয়ে গিয়েছিলেন বুধবারই৷ শুক্রবার জেল থেকে ছাড়া থেকে পেলেন শিনা বোরা হত্যায় অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়। দীর্ঘ সাড়ে ৬ বছর মুম্বইয়ের বাইকুল্লা কারাগারে বন্দি ছিলেন তিনি ৷ শুক্রবার জেল থেকে বেরিয়ে আসার পর ইন্দ্রাণী বলেন, খোলা আকাশ দেখলাম৷ খুব খুশি আমি৷ এতদিন পর বাড়ি যেতে পারছি৷ এখন কোনও কিছুই পরিকল্পনা করিনি৷ এতদিন জেলে থেকে অনেক কিছুই শিখেছি৷ কোনও সাক্ষাতকারে সেগুলো নিয়ে কথা বলব৷ তবে এখন বাড়ি যেতে চাই৷

২০১২ সালে ইন্দ্রাণী মুখোপাধ্যায় তাঁর মেয়ে শিনা বোরাকে খুন করেন বলে অভিযোগ ওঠে। সাত বছর আগে ২০১৫ সালের অগাস্টে তাঁকে গ্রেফতার করে খার থানার পুলিস। তারপর থেকেই মুম্বইয়ের বাইকুল্লা জেলেই ছিলেন ইন্দ্রাণী। এই মামলায় আরও এক অভিযুক্ত ইন্দ্রাণীর স্বামী পিটার মুখোপাধ্যায়কেও গ্রেফতার করা হয়েছিল। ২০২০ সালে আদালত জামিন দিয়েছিল পিটারকে।

বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি নাগেশ্বর রাও, বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি এ এস বোপান্নার বেঞ্চে ইন্দ্রাণীর জামিন-মামলাটি ওঠে। বেঞ্চ বলে, ট্রায়াল কোর্টে এই মামলার শুনানি হতে আরও অনেক সময় লাগবে। ইতিমধ্যে ইন্দ্রাণীর কারাবাসের মেয়াদ সাড়ে ছয় বছর হয়ে গিয়েছে। তাঁর বিরুদ্ধে মেয়েকে খুন করার ব্যাপারে জোরালো সাক্ষ্য প্রমাণও মেলেনি। এই অবস্থায় ইন্দ্রাণীকে জেলবন্দি রাখার অর্থ হয় না। এরপরই তিন বিচারপতির বেঞ্চ জামিনের নির্দেশ দিয়ে বলে, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ট্রায়াল কোর্ট।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*