ভূমিপুজো আগেই হয়ে গেছে। এবার শুধু সময়ের অপেক্ষা। বুধবার টুইটে এমনই বার্তা দিল তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস। বুধবার একটি টুইটে সংস্থাটি জানিয়েছে, ‘‘কলকাতা, আমরা আসছি। আমাদের অফিসে শীঘ্রই আপনাদের স্বাগত জানাব। বাকিটা এবং চাকরির সুযোগের বিষয়ে নজর রাখুন।’’
জানা গেছে, প্রথম পর্যায়ে প্রায় ২০০ কোটি টাকা লগ্নি হতে পারে। বছর দশেক আগে রাজারহাটে (অ্যাকশন এরিয়া-৩) সংস্থাটি ৫০ একর জমি পেলেও কাজ শুরু হয়নি। গত ২-৩ বছর ধরেই কলকাতায় ইনফোসিস আসার খবর শোনা যাচ্ছিল। এই অফিস কবে থেকে খুলছে সেই বিষয়ে স্পষ্ট কোনও ঘোষণা করেনি সংস্থা। তবে এবার ইনফোসিস নিজেই সেই খবর নিশ্চিত করেছে।
প্রসঙ্গত, রাজ্যে ইনফোসিস-এর বিনিয়োগ নিয়ে অনেক দিন ধরেই নানা টালবাহানা চলছিল। স্পেশ্যাল ইকোনমিক জোনের (সেজ) তকমা না পেলে ইনফোসিস এ রাজ্যে বিনিয়োগ করবে না বলে আগে ঘোষণা করে৷ তবে প্রথমে রাজ্য সরকার ইনফোসিসকে সেজের মর্যাদা দিতে রাজি ছিল না৷ এবার সেই সমস্যা মিটল।
Be the first to comment