‘আইএনএস দুনাগিরি’র পথ চলা শুরু হুগলি নদীতে, বিশেষ ক্ষমতার অধিকারী এই রণতরী

Spread the love

ভারতীয় নৌ-বাহিনীর নয়া রণতরী ‘আইএনএস দুনাগিরি’-র পথ চলা শুরু হল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং’য়ের হাত ধরে। শুক্রবার কলকাতায় দুনাগিরি-র পথ চলার সূচনায় নাম না-করে পাকিস্তানকে ভারতের পড়শি রাষ্ট্র বাংলাদেশ থেকে শিক্ষা নেওয়ার কথা জানালেন প্রতিরক্ষা মন্ত্রী। ৬,৬০০ টন ওজনের এই রণতরী অত্যাধুনিক ‘স্টেল্‌থ ফ্রিগেট’ ধর্মীয়। যা নির্মাণ করেছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারস লিমিটেড। মুম্বইয়ের মাঝসমুদ্রে অস্ত্রে সুসজ্জিত করে তোলা হবে ‘আইএনএস দুনাগিরি’-কে।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো আত্মনির্ভর ভারতের পথে হেঁটেই এই জাহাজ ভারতীয় নৌ-সেনাকে আরেক ধাপ এগিয়ে দেবে। আমাদের পশ্চিম রাষ্ট্র বাংলাদেশের পাশে আমরা সবসময় থেকেছি এবং ভবিষ্যতেও থাকব। ভারত শুধু নিজের প্রয়োজনেই নয়, পড়শি দেশ এবং বন্ধু রাষ্ট্রগুলির জন্যও নিজের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে। ভারত সমস্ত দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। শ্রীলঙ্কা এখন রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তবুও শ্রীলঙ্কাকে সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত।”

নয়া এই রণতরীর বিশেষত্ব হল,’স্টেলথ’ ধর্মীয় বলে শত্রুপক্ষর ব়্যাডারের আড়ালে থেকেই যুদ্ধ করতে সক্ষম হবে। পি-১৭এ শ্রেণির এই জাহাজটিকে চলতি বছরের মে মাসে ভারতীয় নৌ-সেনাকে প্রদান করা হয়েছে। এই জাহাজটি এতটাই শক্তিশালী যে একটি বিশাল বন্দরকেও অস্ত্র নিক্ষেপ করে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*