হাওড়ার পর মুর্শিদাবাদেও বন্ধ ইন্টারনেট পরিষেবা

Spread the love

দিল্লির বিজেপি নেত্রীর পয়গম্বর সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জেরে হাওড়ার পর এবার মুর্শিদাবাদের একাধিক জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করল রাজ্য সরকার। আগামী ১৪ জুন, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত বেলডাঙা, রেজিনগর এবং শক্তিপুর থানা এলাকা জুড়ে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। শনিবার একটি নির্দেশিকা জারি করে জানাল রাজ্য  প্রশাসন।

বিজেপি নেত্রীর বেফাঁস মন্তব্যে  উত্তপ্ত রাজ্যের একাধিক জায়গা। ইতিমধ্যেই মুর্শিদাবাদেও তার প্রভাব পড়েছে। তাই পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আগে এই সিদ্ধান্ত নিল রাজ্য পুলিস। একইসঙ্গে দাঙ্গার আঁচ বুঝে স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হয়েছে হাজার হাজার পুলিস।

মুর্শিদাবাদের এই তিন থানা এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হলেও ফোন, এসএমএস ও সংবাদপত্রের ক্ষেত্রে কোনও সমস্যা নেই। যোগাযোগ ব্যবস্থা সচ্ছল রাখার জন্য ছাড় দেওয়া হয়েছে এক্ষেত্রে। পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে মুর্শিদাবাদ জেলা পুলিসের তরফে।

গত তিনদিন ধরে গোটা রাজ্যের পাশাপাশি হাওড়ার পরিস্থিতি অতিমাত্রায় উদ্বেগজনক। রাস্তা অবরোধের পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভাঙচুর হয়েছে বাড়িঘর। বেশ কিছু মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি কঠোর হাতে মোকাবিলা করার কথা আগেই জানিয়েছেন রাজ্য সরকার। এই কারনে হাওড়াতেও ১০ জুন, শুক্রবার থেকে ১৩ জুন সকাল ৬টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। ভয়েস কল এবং এসএমএসের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ জারি করা হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*