আটক আইপ্যাক সদস্যদের মুক্ত করতে বুধবারই ত্রিপুরা যাচ্ছেন মলয়, ব্রাত্য, ঋতব্রতরা

Spread the love

ত্রিপুরায় আটক আইপ্যাকের প্রতিনিধিদের মুক্ত করতে এবার আসরে নামল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, আগামীকাল অর্থাৎ বুধবারই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আইনমন্ত্রী  মলয় ঘটক এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় পৌঁছছেন। সেখানে পৌঁছেই ২৩ জনের দলটিকে মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তাঁরা। আগামিকাল সকাল ৯.২০ মিনিটে কলকাতা থেকে বিমান ধরবেন ব্রাত্য বসুরা।

প্রসঙ্গত, ত্রিপুরায় সমীক্ষা করতে গিয়ে আটক হয় প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের ২৩ সদস্য ৷ অভিযোগ রবিবার রাত থেকে তাঁদের আগরতলার একটি হোটেল থেকে বেরোতে দেওয়া হয়নি। ত্রিপুরা পশ্চিম থানার পুলিশ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, তৃণমূলকে ভয় পেয়েই আইপ্যাকের সদস্যদের কাজে বাধা দিচ্ছে বিপ্লব দেব সরকারের পুুলিশ ৷

তৃণমূল কংগ্রেসের ত্রিপুরার সভাপতি আশিস লাল সিং-এর অভিযোগ, রবিবার রাতে রুটিন তল্লাশির নামে আইপ্যাকের সদস্যদের প্রথমে একদফা হেনস্থা করে ত্রিপুরা পশ্চিম থানার পুলিশ ৷ এরপর সোমবার সকালেও তাঁরা হোটেল থেকে বেরনোর সময় পুলিশ বাধা দেয় বলে অভিযোগ ৷ যদিও এখনও পর্যন্ত এর বিরুদ্ধে তৃণমূলের তরফে পাল্টা কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছেন ত্রিপুরার তৃণমূল সভাপতি ৷ এই নিয়েই এবার আসরে নামছেন বাংলার তৃণমূলের নেতামন্ত্রীরা। তৃণমূলের পদক্ষেপই বলে দিচ্ছে ২০২৪-এর আগেই আরও একটি রাজ্যে বড় ধাক্কা দিতে জোট বাঁধছে দল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*