IPL সরল UAE-তে, সেপ্টেম্বরেই বাকি ম্যাচ

Spread the love

ভারতীয় ক্রিকেট বোর্ডের ভার্চুয়াল বিশেষ সাধারণ বৈঠক আজ আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে সবার নজর ছিল স্থগিত আইপিএল টুর্নামেন্ট পুনরায় চালু করার ব্যাপারে। এই বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানানো হয়েছে, আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে আরব আমিরশাহীতেই আইপিএল টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।

গোটা দেশে করোনার দ্বিতীয় ঢেউ কার্যত আছড়ে পড়েছে। এই পরিস্থিতিতে ভারতে আইপিএল টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয়। সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

করোনা মহামারীর কারণে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল ২০২১-এর আইপিএল টুর্নামেন্ট। কিন্তু, আবারও এই টুর্নামেন্ট শুরুর তোড়জোড় চলছে। ইতিপূর্বে শোনা যাচ্ছিল, সেপ্টেম্বরের ১৮ কিংবা ১৯ তারিখ সংযুক্ত আরব আমিরশাহীতে এই টুর্নামেন্টের আসর বসবে।
আর মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই টুর্নামেন্ট শেষ করার লক্ষ্যে এগোচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেকারণে প্রায় প্রতিদিন দুটো করে ম্যাচ আয়োজন করা হবে বলে আশা করা হচ্ছে। বিসিসিআইয়ের এক বরিষ্ঠ আধিকারিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ওই সময় তিন সপ্তাহের একটা ফাঁকা সময় পাওয়া গেছে। সেকারণে তখনই টুর্নামেন্ট আয়োজনের চিন্তাভাবনা চলছে।

এই প্রসঙ্গে জয় শাহ বললেন, “আইপিএল টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো আয়োজন করার কথা ভারতীয় ক্রিকেট বোর্ড শনিবার জানিয়েছে। সেপ্টেম্বর-অক্টোবর মাসে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে। কিন্তু, এই সময় ভারতে বর্ষাকাল থাকার কারণে টুর্নামেন্টটা সংযুক্ত আরব আমিরশাহীতে আয়োজন করা হচ্ছে।

আজ বোর্ডের বিশেষ সাধারণ বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আইপিএল টুর্নামেন্ট পুনরায় শুরু করার ব্যাপারে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে আইসিসি টি-২০ বিশ্বকাপ নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।”

আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে আইপিএল টুর্নামেন্টের বাকি ৩১ ম্যাচ আয়োজন করা হবে। গত ৪ মে কার্যত বাধ্য হয়েই আইপিএল টুর্নামেন্ট বন্ধ করে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বায়ো বাবল থাকা সত্ত্বেও ১৯জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*