সোমবার রাজ্যের শীর্ষ প্রশাসনিক কর্তা মুখ্যসচিব বদল হতেই রাজ্যে প্রশাসনিক স্তরেও রদবদলেরও কার্যত ঝড় উঠলো। দীর্ঘ কয়েক দিনের টানাপড়েনের পর সোমবার মুখ্যসচিবের পদ থেকে অবসর নেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তাঁর জায়গায় আজ থেকেই রাজ্যের পরবর্তী মুখ্যসচিবের দায়িত্ব নেন হরিকৃষ্ণ দ্বিবেদী। অন্যদিকে দ্বিবেদীর ফাঁকা হওয়া পদ স্বরাষ্ট্রসচিবের পদের দায়িত্ব পান আরেক অভিজ্ঞ আমলা বিপি গোপালিকা। আর এই বড় রদবদলের পরেই রাজ্যের প্রশাসনিক পদেও ব্যাপক বদল আনা হল।
নবান্নের তরফে সোমবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি জারি এক ধাক্কায় রাজ্যের ৫২ জন আইপিএস অফিসারকে বদলির সিদ্ধান্তের কথা জানানো হয়। বদলির তালিকায় নাম রয়েছে মোট ৫৫ জন পুলিশ আধিকারিকের। সরকারের পক্ষ থেকে একে রুটিন বদলি হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে ভোটের আগে, ফলপ্রকাশের পরে, এবং নতুন মুখ্যসচিব আসার পর যেভাবে রদবদলের ঝড় হল, তা কিছুটা নজিরবিহীন বলা চলে। গোটা এক মাসের মধ্যে এই নিয়ে দফায় দফায় প্রায় ১৫০ জন আইপিএস-এর রদবদল হল। নতুন করে এই বদলির তালিকায় রাজ্য পুলিশের এসটিএফ ডিআইজি, মালদা রেঞ্জের ডিআইজি, আইবি-র ডিআইজি, এসটিএফ-র জয়েন্ট কমিশনার, বারাসতের ডিআইজি, রায়গঞ্জের ডিআইজি, ডিআইজি ট্রাফিক-সহ আরও বহু পদে নতুন পুলিশ আধিকারিকদের নিয়ে আসা হয়েছে।
Be the first to comment