খুবই গোপনে দেশে এসে আবার লন্ডনে ফিরলেন ইরফান; পড়ুন!

Spread the love
ইরফান খান ৷ জনপ্রিয় অভিনেতা ৷ আপাতত কোন রকম ছবির কাজ থেকে তিনি দূরে ৷ ক্যান্সারের চিকিৎসা চলছে তাঁর ৷ বিদেশেই রয়েছেন তিনি ৷ সূত্রের খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছে তাঁর শরীর ৷ তার মধ্যেই খুবই গোপনে দেশে এলেন ইরফান ৷ নাসিকের ত্রিম্বকেশ্বর মন্দিরে পুজো দিলেন তিনি ৷ দু’দিনের মধ্যেই আবার লন্ডনে ফিরে গেলেন ইরফান ৷ পুরো ব্যাপারটাই ঘটন অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে ৷
সূত্রের খবর, ইরফান যে দেশে আসছেন সেই খবরটি কোনও ভাবেই কাউকে জানানো হয়নি ৷ তিনি বা তাঁর পরিবার চাননি কোনভাবেই তাদের এই পারিবারিক পুজো নিয়ে চর্চা হোক ৷ তাই পুরো বিষয়টিতে গোপনীয়তা বজায় রাখা হয়েছিল ৷
গত বছর মার্চে ইরফান জানান যে তাঁর শরীরে এক মারণ টিউমার হয়েছে ৷ সেটা নির্মূল করতেই শুরু হয় তাঁর চিকিৎসা ৷ দেশ ছেড়ে লন্ডনে পাড়ি দেন ইরফান খান ৷ অনেকদিনই স্ক্রিন থেকে দূরে রয়েছেন তিনি ৷ তাড়াতাড়ি সেরে উঠুন অভিনেতা এই কামনাই রইল ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*