ভারতের লাক্ষাদ্বীপ ও মিনিকয় এলাকায় ভয়াবহ নাশকতার ছক কষেছে ISIS। গোয়েন্দা সূত্রে খবর পেয়েই কেরালা উপকূলে সতর্কতা জারি করেছে প্রশাসন। সূত্রের খবর, ইতিমধ্যেই ১৫ জন জঙ্গি শ্রীলঙ্কা থেকে একটি সাদা নৌকায় চেপে লাক্ষাদ্বীপে আসার জন্য রওনা হয়েছে। কলম্বো থেকে ভারতীয় গোয়েন্দাদের থেকে এই খবর আসার পরই কেরালা উপকূলে জারি হয়েছে বিশেষ সতর্কতা।
ভারতের উপকূলরক্ষী বাহিনীর পক্ষ থেকে লাক্ষাদ্বীপ ও মিনিকয়-সহ উপকূলের অন্যত্র চলছে নজরদারি। সেই উপকূলবর্তী সীমান্তে জলপথে পরিবহণকারী যাত্রীদের উপর নজরদারি চালানো হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, যাত্রীদের ছদ্মবেশেই জলপথের মাধ্যমে ISIS জঙ্গিরা ভারতে প্রবেশ করতে পারে। অন্যদিকে, কেরালা উপকূলের একটি সূত্রে জানা গেছে, কলম্বো থেকে গোপন বার্তা আসে ২৩ মে, লোকসভা ভোটের ফলপ্রকাশের দিন। সেই বার্তায় স্পষ্ট জানানো হয়েছে একটি সাদা নৌকায় ISIS-র ১৫ জন জঙ্গি রয়েছে।
Be the first to comment