জামিন পেলেন না ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস, মানবাধিকারের চরম লঙ্ঘন বললেন অভিষেক

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- জামিন পেলেন না ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। আজ তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। ডেইলি স্টারের প্রতিবেদনে এই খবর জানা গিয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক বিষয় বলে মনে করছে কলকাতা ইসকন। এ বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মত, এটি মানবাধিকারের চরম লঙ্ঘন। বিষয়টি কেন্দ্রীয় সরকারকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে তুলে ধরতে হবে।

কড়া নিরাপত্তার মধ্যে এদিন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মামলার শুনানি হয়। মেট্রোপলিটন পাবলিক প্রসিকিউটর মফিজুর হক ভুঁইয়া জানান, প্রায় ৩০ মিনিট উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর তাঁর জামিনের আবেদন খারিজ করে দেন চট্টগ্রাম মহানগর দায়রা জজ মহম্মদ সাইফুল ইসলাম।
বৃহস্পতিবার বাংলাদেশের সুপ্রিম কোর্টের ১১ জন আইনজীবী চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানিতে অংশ নেন। ডেইলি স্টারকে আইনজীবী অপূর্বকুমার ভট্টাচার্য বলেন, “আমরা আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে চট্টগ্রামে এসেছি। চিন্ময়ের জামিনের জন্য আদালতে আবেদন করব। চিন্ময়ের থেকে ইতিমধ্যে ওকালতনামা পেয়ে গিয়েছি। আমি সুপ্রিম কোর্ট এবং চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের সদস্য, তাই মামলাটি লড়ার জন্য আমার স্থানীয় কোনও আইনজীবীর অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই।”
এদিকে, চিন্ময়কৃষ্ণের জামিন খারিজ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ভারত সরকারকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে বিষয়টি তুলে ধরতে হবে। এটি আমার দৃষ্টিভঙ্গির অধীনে নয়। আন্তর্জাতিক মানবাধিকার কমিশনেরও উচিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে এটি কঠোরভাবে এবং জোরালোভাবে তুলে ধরা। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন।”
সংবাদ সংস্থা এএনআই-কে ইসকন কলকাতা জানায়, ২৯ নভেম্বর হেফাজতে চিন্ময়কৃষ্ণ দাসের সঙ্গে দেখা করার পরে আটক করা হয় দুই সন্ন্যাসী আদিপুরুষ শ্যাম দাস এবং রঙ্গনাথ দাস ব্রহ্মচারীকে। সংগঠনের সহ-সভাপতি রাধা রমনও দাবি করেন যে, ওপার বাংলায় একটি ইসকন কেন্দ্র ভাঙচুরও করা হয়েছে। বাংলাদেশে ক্রমবর্ধমান হিংসা এবং চরমপন্থী মনোভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিদেশমন্ত্রক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*