এদিন জয়ের পর মুখ্যমন্ত্রী টুইট করে লেখেন, চ্যাম্পিয়ন মোহনবাগান। অনেক অনেক শুভেচ্ছা মোহনবাগানকে।
২০২২-২৩ আইএসএল চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান। শনিবার গোয়ার ফতোরদা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায় জুয়ান ফেরান্দোর দল। টাইব্রেকারে দুরন্ত সেভ বাগান গোলরক্ষক বিশাল কাইথের। আর এরপরই শুভেচ্ছায় ভাসতে থাকে বাগান ব্রিগেড। মোহনবাগানকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন জয়ের পর মুখ্যমন্ত্রী টুইট করে লেখেন, চ্যাম্পিয়ন মোহনবাগান। অনেক অনেক শুভেচ্ছা মোহনবাগানকে। অসাধারণ পারফরম্যান্স আইএসএল-এ। তোমাদের কঠোর পরিশ্রম, তোমাদের ফুটবলের প্রতি ভালোবাসা। তোমরা উজ্জ্বল। আগামীর ম্যাচের জন্য শুভেচ্ছা।”
এদিকে আইএসএল চ্যাম্পিয়ন হয়ে বড় ঘোষণা এটিকে মোহনবাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার। মোহনবাগানের সামনে থেকে সরালেন এটিকে নাম। আগামী মরশুম থেকে মোহনবাগান খেলবে মোহনবাগান সুপার জায়ান্টস নামে। চ্যাম্পিয়ন হয়ে এমনটাই জানান তিনি। এদিন ম্যাচে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।
Be the first to comment