নিখোঁজ গরু-কুকুর, এদিক ওদিক পায়ের ছাপ, বাঘের আতঙ্কে ত্রস্ত ইসলামপুর

Spread the love

লোকালয়ে ফের বাঘের আতঙ্ক। দক্ষিণ ২৪ পরগনার পর এবার ঘটনাস্থল উত্তর দিনাজপুরের ইসলামপুর। বুধবার রাত থেকে অজিতবাস কলোনিতে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। বনদপ্তরে খবর দেওয়া হয়েছে। বনকর্মীরা বিষয়টি খতিয়ে দেখছেন।

বুধবার মধ্যরাতে উত্তর দিনাজপুরের ইসলামপুর পঞ্চায়েতের অজিতবাস কলোনি এলাকায় বাঘের আতঙ্কে তীব্র চাঞ্চল্য ছড়াল। স্থানীয় গ্রামবাসীদের দাবি, সন্ধেয় এলাকার রাস্তা দিয়ে বাঘের মতো একটি বড় জন্তুকে হঠাৎ রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখা যায়। প্রত্যক্ষদর্শী প্রতাপ সিংহের কথায়, “রাত সাড়ে আটটা নাগাদ বাড়ি ফেরার পথে হঠাৎ বাঘের মতো একটা জন্তু দেখতে পাই। চিৎকার করতেই লোকজন ছুটে আসেন। তারপর দেখা যায় গ্রামের একটি গরুও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি একটি কুকুরও খুঁজে পাওয়া যাচ্ছে না।” স্থানীয় আরেক বাসিন্দা বলেন, “বাঘের পায়ের চিহ্ন মিলেছে। প্রায় এক থেকে দেড় ইঞ্চি পুরু মাটিতে পায়ের ছাপ দেখা গিয়েছে। বাঘ ছাড়া অন্য কোন জন্তু হতে পারে না।”

লোকালয়ে বাঘের হানার কথা শুনে আশপাশের গ্রাম থেকে কৌতুহলী লোকজন অজিতবাস কলোনিতে ভিড় জমান। খবর দেওয়া হয় বনদপ্তরে। রায়গঞ্জ বিভাগীয় আধিকারিক কমল সরকার বলেন, “বাঘ দেখা গিয়েছে বলেই একটা খবর শুনেছি। ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।” বাঘ হানার খবরে আতঙ্কিত স্থানীয়রা।

উল্লেখ্য, ঝাড়খণ্ড ছুঁয়ে থাকা পুরুলিয়া বনবিভাগের কোটশিলা বনাঞ্চলের সিমনি বিটের জঙ্গলে বনদপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে চিতাবাঘের ছবি। গত ২২ ফেব্রুয়ারি ট্র্যাপ ক্যামেরায় ওই চিতাবাঘ দেখতে পাওয়ার পর পুরুলিয়া বনবিভাগ বাংলা-ঝাড়খণ্ডের জঙ্গল নিয়ে নানা তথ্য সংগ্রহ করে। সে সমস্ত তথ্য অরণ্য ভবনে পাঠানো হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*