ইজরায়েল আর প্যালেস্তাইনের সংঘর্ষে ফের উত্তপ্ত গাজা, প্রাণ গেলো ১৯ বছরের এক তরুণের; পড়ুন!

Spread the love
ইজরায়েল আর প্যালেস্তাইনের সংঘর্ষে ফের উত্তপ্ত গাজা ভূখণ্ড ও দু’দেশের সীমান্তবর্তী এলাকা। ইজরায়েলের দাবি, প্যালেস্তাইনি জঙ্গিদের প্রায় ৩০০ রকেট ধেয়ে এসেছিল তাদের দিকে। পাল্টা হামলা চালায় তারাও। প্রায় ১০০ প্যালেস্তাইনি জঙ্গিকে নিশানা করে তাদের যুদ্ধবিমান। উভয়পক্ষের সংঘর্ষে ক্ষতবিক্ষত শহর। ইজরায়েলের রকেট হামলায় প্রাণ গিয়েছে বছর উনিশের এক তরুণের।
রবিবার রাতেই গাজা ভূখণ্ডে গোপন অভিযান চালায় ইজরায়েল। বদলা নিতে মাঠে নামে হামাস জঙ্গিগোষ্ঠী। সোমবার রাতে গাজার ৭০টি জায়গায় রকেট হামলা চালায় ইজরায়েল। সংঘর্ষে মৃত্যু হয় সাত প্যালেস্তাইনি জঙ্গির। সংঘর্ষে এক হামাস কম্যান্ডারেরও প্রাণ গেছে বলে খবর।
সেনা সূত্রে খবর, গাজা ভূখণ্ড থেকে উড়ে আসা প্রায় তিন শতাধিক রকেট ও মর্টার হামলায় জখম হয়েছে ২৭ জন। গাজার প্যালেস্তাইন স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, বিমানহানায় জখমদের মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে, দু’জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। হামাসের রকেট হামলার জবাবে তাদের নিয়ন্ত্রিত আল আকসা টিভি স্টেশন ও গাজা শহরে তাদের অনেক গোপন ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালায় ইজরায়েল।
ইজরায়েলের এক সরকারি আধিকারিক কামিল আবু রুকুন বলেছেন, “হামাস তার সীমা লঙ্ঘন করে গেছে। তাই পাল্টা জবাব দিতে হয়েছে ইজরায়েলি সেনাকে।”
জমি অধিগ্রহণকে কেন্দ্র করে দু’দেশের বিবাদ দীর্ঘদিনের। গত বছরের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুসালেমকে ইজরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ায় দু’দেশের দ্বন্দ্ব আরও বাড়ে। প্রতিবাদে সরব প্যালেস্তিনীয়রা। তাঁদের দাবি, বহু বছর ধরে তাঁদেরকে সরিয়ে জোর করে ওই জায়গা দখল করে রেখেছে ইজরায়েল। ১৯৪৮ সালে সৃষ্টি হয় ইজরায়েলের। তখন থেকে বারবার সংঘর্ষ বেঁধেছে দু’দেশের। প্রাণ গিয়েছে বহু মানুষের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*