রোজদিন ডেস্ক, কলকাতা:- আরজি কর মামলায় দোষী সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার দাবিতে রাজ্যের আবেদন গ্রহণ করা হবে কি না, তা জানা যাবে সোমবার। বুধবার মামলার শুনানিতে এমনটাই জানায় কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বির রাশিদির ডিভিশন বেঞ্চ ৷
এদিন, মামলার শুনানির শুরুতেই রাজ্যের আবেদনে অসম্মতি দেখান সিবিআই-এর আইনজীবী রাজদীপ মজুমদার। তিনি জানান, একমাত্র তদন্তকারী সংস্থাই পারে নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে আবেদন জানাতে। অন্যদিকে, বিচারপতি রাজ্যের তরফে আইনজীবী দেবাশিস রায়কে জিজ্ঞাস করেন রাজ্যের এই মামলা সম্পর্কে নির্যাতিতার পরিবার কিছু জানে কি না? উত্তরে তিনি জানান, এই মামলা সম্পর্কে কিছু জানেন না নির্যাতিতার মা-বাবা। সরকারি আইনজীবীর এই মন্তব্যের পরই বিচারপতি দেবাংশু বসাক জানান সোমবার রাজ্যের এই আবেদন গ্রহণ করা হলে, নির্যাতিতার পরিবারের বক্তব্য শুনতে চান তিনি।
অন্যদিকে, মামলার শুনানির শুরুতেই রাজ্যের আবেদনে অসম্মতি দেখান সিবিআই-এর আইনজীবী রাজদীপ মজুমদার। তিনি জানান, একমাত্র তদন্তকারী সংস্থাই পারে নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে আবেদন জানাতে। এদিন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের প্রসঙ্গ টেনে আনেন তিনি বলেন, “লালুপ্রসাদ যাদবের দুর্নীতি সংক্রান্ত মামলায় পটনা হাইকোর্ট বলেছিল নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে একমাত্র সিবিআই আবেদন জানাতে পারে।” এই প্রসঙ্গে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, “লালুপ্রসাদের মামলাতে পটনা হাইকোর্ট বলেছিল, সিবিআই দুর্নীতির তদন্ত করতে পারে। সিআরপিসি ৩৭৭ এবং ৩৭৮ ধারা অনুসারে রাজ্য সরকার আবেদন করতে পারে। তদন্ত এবং আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়। আর এই ঘটনায় রাজ্যই প্রথম এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে। তার পরে সিবিআইকে হস্তান্তর করা হয়। ফলে রাজ্যের আবেদন গ্রহণযোগ্য হওয়া উচিত বলে আদালতে জানান তিনি।”
অন্যদিকে, বুধবার হাই কোর্টে শুনানির সময়ে দোষী সঞ্জয় রায়ের এক আইনজীবীও উপস্থিত ছিলেন। তিনি মামলা লড়তে চান বলে জানান দুই বিচারপতির এজলাসে। তবে সঞ্জয়ের সঙ্গে তাঁকে দেখা করতে দেওয়া হয়নি। তাতে বিচারপতি বসাক জানান, আইনজীবী চাইলে সঞ্জয়ের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে কথা বলতে পারবেন। তাঁকে সেই অনুমতি দিতে হবে। আদালতের ওকালতনামায় স্বাক্ষর করতে দিতে হবে।
Be the first to comment