দীর্ঘ ২৮ বছরের ট্রফির খরা কাটিয়েছে আর্জেন্টিনা ৷ আজ কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে লাতিন আমেরিকার ফুটবল চ্যাম্পিয়নের খেতাব জিতে নিয়েছে মেসি অ্যান্ড কম্পানি ৷ মেসির দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান হয়েছে। প্রথমবার আন্তর্জাতিক ট্রফি জিতে লিওনেল মেসির গৌরবময় ফুটবল কেরিয়ারে আরও একটি পালক জুড়ে গিয়েছে ৷ যা নিয়ে উচ্ছ্বসিত আর্জেন্টাইন সমর্থকরা ৷
কোপার যুদ্ধ শেষ হলেও ফুটবল যুদ্ধের শেষ এখানেই নয় ৷ আরও একটি ফুটবলের মহারণের অপেক্ষা করছে ফুটবলপ্রেমীরা ৷ রাত সাড়ে বারোটায় ইউরোর ফাইনালে মুখোমুখি ইতালি ও ইংল্যান্ড ৷ ইউরোপ সেরা হওয়ার লক্ষ্যে জোরদার লড়াই দিয়ে বাকি দলগুলিকে পিছনে ফেলে ফাইনালে পা রেখেছে দুটি দল ৷ ফলে লড়াইটা যে হাড্ডাহাড্ডি হবে তা বলা বাহুল্য ৷ সেমিফাইনালের ম্যাচ নিয়ে প্রবল বিতর্কের মধ্যে পড়েছিল ইংল্যান্ড ৷ সমর্থকদের আচরণে জরিমানার মুখে পড়েছে থ্রি লায়ন্সরা ৷ তাই ফাইনাল জিতে সমালোচকদের জবাব দেওয়ার জন্য তৈরি তারা ৷
ইতালিকে হারাতে পারলে থ্রি লায়ন্সদের ৫৫ বছরের ট্রফির খরা কাটবে ৷ সেই ১৯৬৬ সালে ফুটবল বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড ৷ তারপর থেকে ইংল্যান্ড ফুটবলে আর কোনও বড় ট্রফি ঢোকেনি ৷ হ্যারি কেনের হাত ধরে ৫৫ বছরের খরা কি কাটবে ? এটাই এখন লাখ টাকার প্রশ্ন ৷ ইংল্য়ান্ডের সমর্থকরা ইটস কামিং হোম গাইতে শুরু করেছে ৷ আজ ওয়েম্বলির মাঠে ইটস কামিং হোমের সুরে গমগম করবে গ্যালারি ৷ ঘরের মাঠে পাঁচ দশক পর ইংল্যান্ডের মেজর ট্রফি জেতাটা স্মরণীয় হয়ে থাকবে ৷
দিনটা স্মরণীয় করে রাখতে হলে দুর্ধর্ষ ফর্মে থাকা রবার্তো মানচিনির ইতালির চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে ৷ ইউরোপের অন্যতম সেরা দল ইতালি ৷ আর মানচিনির ছোঁয়ায় নতুন রূপে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে ইতালি ৷ যাদের নামের পাশে চার চারটি ফুটবল বিশ্বকাপ রয়েছে ৷
১৯৯০ ও ২০১৮ সালের বিশ্বকাপ ছাড়া ১৯৯৬ সালে ইউরোর সেমিফাইনাল হারতে হয়েছিল ইংল্যান্ডকে ৷ ২০১৮ সাল থেকে কোচ গ্যারেথ সাউথগেট মেজর টুর্নামেন্টের জন্য দলকে তৈরি করছেন ৷ মেজর টুর্নামেন্টের ফাইনালের জন্য তাঁর দল কতটা তৈরি তা আজকের ফাইনালেই প্রমাণিত হয়ে যাবে ৷
Be the first to comment