
রোজদিন ডেস্ক, কলকাতা:- কেন্দ্রীয় বাজেট পেশ হতেই ক্ষোভে ফুঁসে উঠলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে একহাত নিয়ে অভিষেক বলেন, বঞ্চনার খেলা চলছেই। বাংলা থেকে দিল্লিতে যতই সাংসদ যাক, বাংলার জন্য আখেরে কিছু নেই! এসব দেখেও এখনও চুপ বিজেপি সাংসদেরা?’
শুক্রবার কলকাতা থেকে দিল্লি যাওয়ার সময়ই অভিষেক বলেছিলেন বাজেট নিয়ে তাঁর কোনও আশা নেই। শনিবার বাজেট পেশ হতেই যেন আরও একবার কেন্দ্রের ওপর ক্ষোভ ঝরে পড়ল অভিষেকের। তিনি বলেন, ‘বাংলা থেকে যখন ১৮টা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলাকে কিছু দেয়নি। আজও বিজেপির ১২টা সাংসদ, তারপরেও বাংলাকে কিছু দেওয়া হল না। এটার পরেও ওই সাংসদরা কোনও প্রতিবাদও করবে না। বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত। আজও বঞ্চিত। এ বছর যেহেতু বিহারে নির্বাচন রয়েছে তাই বিহারের জন্য সব কিছু করা হয়েছে। এরা তো নির্বাচনকে মাথায় রেখে বাজেট পেশ করে। সাধারণ, গরিব মানুষের জন্য কিছু করে না। এটা দেশের বাজেট নয়, বিহারের বাজেট!’
তাঁর আরও সংযোজন, ‘যতদিন মোদি সরকার ক্ষমতায় রয়েছে ততদিন এই সরকারের কাছ থেকে গরিব মানুষের জন্য কিছু আশা করা বৃথা। কারণ এদের আমলে গরিব আরও গরিব হয়েছে, ধনী আরও ধনী হয়েছে। এরা সাধারণ মানুষ, বেকার ছেলেমেয়েদের জন্য কিছুই করেনি। সাধারণ মানুষের কথা ভেবে এই বাজেট তৈরি করা হয়নি। আগের বাজেটেও সব সুবিধা দেওয়া হয়েছিল অন্ধ্রপ্রদেশ ও বিহারকে। এখন অন্ধ্রপ্রদেশে নির্বাচন হয়ে গেছে, তাই ওরা বিহারের দিকে মন দিয়েছে।’
Be the first to comment