বঙ্গ বিজেপির রাজ্য কার্যকারিণী বৈঠকে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি নাকি নিজেই এই বৈঠকে উপস্থিত থাকার ইচ্ছে প্রকাশ করেছেন। সেই মতো চলতি মাসের শেষে অথবা জুন মাসের প্রথমেই বঙ্গ সফরে আসতে পারেন নাড্ডা।
নাড্ডার সময়মতো কার্যকারিণী বৈঠকের দিন স্থির করবে বঙ্গ বিজেপি। দলের রাজ্য কর্মসমিতিও ঘোষণা হয়ে গিয়েছে। ফলে কার্যকারিণী বৈঠক করা আবশ্যিক। নাড্ডা অবশ্য এখনও সময় দেননি।তাঁর বঙ্গ সফরের তারিখ চূড়ান্ত হয়নি। দুদিনের সফরে রাজ্যে এলেও সাংগঠনিক বৈঠকে বেশি সময় দিতে পারেননি অমিত শাহ। তিনি বেশ কিছু বার্তা ও পরামর্শ দিয়ে গেলেও দলের কোন্দল অব্যাহত। তাই এই কোন্দলে লাগাম টানতেই রাজ্য বিজেপির বৈঠকে থাকতে চান জেপি নাড্ডা।
দলীয় নেতা কর্মীদের মনোবল চাঙ্গা করতে বিজেপির সর্বভারতীয় নেতৃত্বকে রাজ্যে আসতে অনুরোধ করেছেন দিলীপ ঘোষ। অমিত শাহর সফরের আগে দিলীপবাবু নিজেই একথা জানিয়েছেন। বিজেপি নেতাদের একাংশ মনে করছে, গোষ্ঠী দ্বন্দ্বে দীর্ণ দলের কর্মীদের মনোবল, আত্মবিশ্বাস বাড়াতে হবে। তাই রাজ্যে কেন্দ্রীয় নেতাদের নিয়মিত আসাটা জরুরি। বিজেপির রাজ্য নেতারা চাইছেন, আগামী দিনে নাড্ডা, শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ঘুরিয়ে ফিরিয়ে রাজ্যে আনতে। সেই উদ্দেশে দিল্লির নেতাদের কাছে অনুরোধও জানানো হয়েছে।
বিজেপি সূত্রের খবর, কেন্দ্রীয় নেতাদের এই আসাযাওয়া শুরু হবে নাড্ডাকে দিয়ে। তবে বিজেপির রাজ্য কার্যকারিণী বৈঠকে নাড্ডা যেমন উপস্থিত থাকবেন, তেমনি জুলাই-আগস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রাজ্যে আসতে পারেন। যদিও এই সফরসূচি সম্পর্কে বিস্তারিত এখনও কিছু জানানো হয়নি। তাছাড়া তিনমাস অন্তর অন্তর রাজ্যে আসবেন অমিত শাহও। আগামী কয়েক মাসে মধ্যে নাড্ডা, মোদি-শাহরা নিয়মিত রাজ্য সফর শুরু করেন, তাহলে বুঝতে হবে সাম্প্রতিক অতীতের সব ব্যর্থতা ঝেড়ে ফেলে পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করছে বঙ্গ বিজেপি।
Be the first to comment