ফের অটো দৌরাত্ম্য শহরের পথে। যাদবপুরের সুকান্ত সেতুর উপর এক প্রাক্তন বায়ুসেনা আধিকারিককে মারধরের অভিযোগ উঠল অটো চালকের বিরুদ্ধে। অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে নিজের গাড়িতে করে অফিস যাচ্ছিলেন প্রাক্তন বায়ুসেনা আধিকারিক সজল তালুকদার। তিনি গাঙ্গুলিবাগানের বাসিন্দা। অভিযোগ, সুকান্ত সেতুর কাছে একটি অটো তাঁর গাড়িতে ধাক্কা মারে। এর প্রতিবাদ করলে প্রাক্তন সেনাকর্তাকে গাড়ি থেকে চেনে-হিঁচড়ে নামিয়ে মারধর করে অটো চালক। এমনকি তাঁর কলার ধরে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে অটো চালকের বিরুদ্ধে।
সজলবাবু জানিয়েছেন, অশ্লীল ভাষায় তাঁকে গালিগালাজ করছিলেন ওই চালক। তারপর তাঁর কলার ধরে গাড়ি থেকে টেনে নামিয়ে মারধরও করা হয়। ধস্তাধস্তির সময় তাঁর গলার সোনার চেনটাও ওই চালক হাতিয়ে নিয়েছেন বলে দাবি সেনাকর্তার।
তিনি বলেছেন, ‘‘ওভারটেক করে আমার গাড়িতে ধাক্কা মারে অটো। আমি প্রতিবাদ করলে গালিগালাজ শুরু করে এবং গাড়ি থেকে নামিয়ে গালে থাপ্পড় মারে। আমার গলার কাছেও খিমচে দিয়েছে চালক। সোনার হারটাও ছিনতাই করে নিয়েছে।’’ সেই সঙ্গে সজলবাবু বলেছেন, ‘‘আমি একজন সাধারণ মানুষ। আমার কপালে তো পরিচয় লেখা ছিল না। যে ভাবে অটো চালকদের দাদাগিরি বাড়ছে তাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠছে।’’
যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন প্রাক্তন সেনাকর্তা। সেই অভিযোগের ভিত্তিতেই বুধবার অটো চালক রাখাল দাসকে গ্রেফতার করেছে পুলিশ।
Be the first to comment