যাদবপুরকাণ্ডে ধৃতদের বিরুদ্ধে অ্যান্টি র‍্যগিং অ্যাক্টের ৪ নং ধারা যোগ করল পুলিশ

Spread the love

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনায়
এবার ধৃতদের বিরুদ্ধে নতুন ধারা পুলিশের। পশ্চিমবঙ্গ অ্যান্টি র‍্যগিং প্রিভেনশন অ্যাক্টের ৪ নং ধারা যুক্ত করতে চলেছে তদন্তকারী অফিসাররা। আদালতে এমনটাই আবেদন করছেন তাঁরা।

তবে যাদবপুরের ডিন অফ স্টুডেন্টসকে জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট নয় SHRC। ডিন অফ স্টুডেন্টসকে জিজ্ঞাসাবাদ করেছে মানবাধিকার কমিশন। আজ, মঙ্গলবারই কমিশনের চেয়ারপার্সনকে রিপোর্ট দেবে কমিশনের তন্তকারী শাখা।
মৃত ছাত্রের পাশাপাশি অন্য আবাসিক ছাত্রদেরও অধিকার খর্ব করা হয়েছে বলে মনে করছে কমিশন। রিপোর্ট দেওয়ার পরই রাজ্য সরকারের কাছে সুপারিশ পাঠাবে রাজ্য মানবাধিকার কমিশন।

এদিকে, যাদবপুরে গিয়ে বিক্ষোভের জেরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। আরও বিস্তারিত তথ্য জানতে চেয়ে বিরোধী দলনেতাকে নোটিশ দিয়ে যাদবপুর থানার তদন্তকারী অফিসারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*