আবার দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ মঙ্গলবার রাতেই তিনি দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছেন ৷ এবার তাঁর দু’দিনের সফর ৷ সংবাদসংস্থা এএনআই-এর তরফে টুইট করে এই তথ্য জানানো হয়েছে ৷
তবে তিনি এবারের সফরে কাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, তা জানা যায়নি ৷ তবে তাৎপর্যপূর্ণভাবে তিনি এদিন রাজভবনে দেখা করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ৷ তার পরই তাঁর দিল্লি সফর ঘিরে নতুন করে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে ৷
এদিন রাজ্যপালের টুইটার হ্যান্ডেল থেকে দু’টি টুইট করা হয় ৷ তার একটিতে জানানো হয়, শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়টি ৷ সেখানে শুভেন্দু অধিকারীকে পূর্ব মেদিনীপুরের মেচেদার জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে পরিচয় করানো হয়।
পরে একটি ভিডিয়ো পোস্ট করা হয় ৷ সেখানে দেখা যাচ্ছে রাজভবনে রাজ্যপালের সঙ্গে রয়েছেন শুভেন্দু অধিকারী ৷ আর রয়েছেন বেশ কয়েকজন গেরুয়াধারী সন্ন্যাসী ৷ টুইটে দাবি করা হয়েছে যে ওই সন্ন্যাসীরা তাঁর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের খেলা হবে দিবসের দিন পরিবর্তন করার আর্জি নিয়ে গিয়েছেন ৷ কারণ, ১৯৪৬ সালের ১৬ অগস্ট গ্রেট ক্যালকাটা কিলিংয়ের ঘটনা ঘটেছিল, তাই ওই দিনটিকে খেলা হবে দিবস না করার আর্জি জানিয়েছেন তাঁরা।
স্বাভাবিকভাবে তাই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে যে এই নিয়ে কী কোনও আলোচনা করতে দিল্লি যেতে হচ্ছে জগদীপ ধনকড়কে? তিনি কি এবারও দেখা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে? তিনি কি রাজ্যের নামে আবারও কোনও অভিযোগ করতে যাচ্ছেন ? নাকি দিল্লি থেকেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে?
প্রসঙ্গত, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর একাধিকবার দিল্লি গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ সেখানে গিয়ে তিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, অমিত শাহ-সহ একাধিক ব্যক্তির সঙ্গে দেখা করেছেন ৷ পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে অভিযোগ করেছেন ৷ আবার তাঁকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে সরানো হতে পারে বলে দীর্ঘদিন ধরে জল্পনা চলছে। তাঁর বিরুদ্ধে হাওয়ালা কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁকে সরানোর দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একাধিকবার চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী ৷ ফলে সেই নিয়ে তাঁর এবারের দিল্লি সফর কি না, সেই জল্পনাও তৈরি হয়েছে ৷
Be the first to comment