ব্যাপম দুর্নীতিই নড়িয়ে দিয়েছে মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান সরকারকে ৷ ভোটের মধ্যপ্রদেশে সেই ব্যাপম দুর্নীতির মূলচক্রী জগদীশ সাগরই ভোটে দাঁড়াচ্ছেন ৷ ভিন্ড জেলার গোহাড় আসনে মনোনয়ন পত্র জমা দিলেন জগদীশ ৷ বহুজন সমাজ পার্টির টিকিটে ৷
মধ্যপ্রদেশে সরকারি চাকরির বড় পরীক্ষা ব্যাপম-এ বিপুল দুর্নীতি ফাঁস হতেই মধ্যপ্রদেশে সরকারের শিক্ষা ব্যবস্থার করুণ অবস্থাটা ফাঁস হয়ে যায় ৷ বিরোধী দল কংগ্রেসেরও তাই মূল হাতিয়ার ব্যাপম ৷ এই মেগা স্ক্যামের মূল কলকাঠি নাড়ানোর অভিযোগ রয়েছে জগদীশের বিরুদ্ধেই ৷ ২০১৩ সালে মুম্বইয়ের হোটেলে তাঁকে গ্রেফতার করে ক্রাইম ব্রাঞ্চ ৷
লক্ষ লক্ষ টাকা ঘুষ নিয়ে প্রশ্নপত্র ফাঁস করে বহু পরীক্ষার্থীকে রাজ্য সরকারের এই বড় পরীক্ষায় পাশ করানো হয় ৷ এহেন জগদীশ গোহাড়ে লড়বেন বিএসপি-র টিকিটে ৷ নির্বাচন কমিশনকে দেওয়া সম্পত্তির তালিকায় দেখা যাচ্ছে, জগদীশ ৩.৭৮ কোটির সম্পত্তির মালিক ৷
যদিও ব্যাপম মামলায় ইডি তদন্তে নেমে জগদীশ ও তাঁর স্ত্রীর ইন্দোর ও ভিন্ডে ১৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ৷ এ বিষয়ে বিএসপি-র মধ্যপ্রদেশের সভাপতি প্রদীপ আহিরওয়ারকে জিগ্গেস করা হলে, তাঁর বক্তব্য, জগদীশ সাগরকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে ৷ তার কারণ তিনি তফশিলি জাতির মানুষ৷ তাঁর কথায়, ‘ব্যাপম দুর্নীতির দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান যদি ভোটে লড়তে পারেন, তা হলে জগদীশ সাগর কেন পারবেন না?’
Be the first to comment