
রোজদিন ডেস্ক, কলকাতা:- গুজরাটের জামনগরে বুধবার মধ্য রাতে ঘটে অঘটন। দু আসনের একটি ফাইটার জেট ভেঙে পড়ায় দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে, তা নিয়ে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা ছুটে যান ফাইটার জেটে থাকা চালকদের বাঁচাতে। কিন্তু গনগনে আগুনের গ্রাসে প্রাণ যায় ফাইটার জেটের চালকের। অন্য আর এক চালক যিনি বিমানে ছিলেন, তাঁর অবস্থাও গুরুতর। আহত অবস্থায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।
Tragic news tonight. Trainee IAF fighter pilot killed in Jaguar crash near Jamnagar. The other pilot managed to eject, being treated in hospital.
Deepest condolences to the family of the deceased pilot.
pic.twitter.com/bQy6bG1918
— Shiv Aroor (@ShivAroor) April 2, 2025
Be the first to comment