ফেসবুকের বান্ধবীর টানে বেআইনিভাবে পাকিস্তানে গিয়ে জেল খাটতে হয়েছে। ৬ বছর পর বুধবার রাওয়ালপিন্ডি জেল থেকে ছাড়া পেয়ে দেশে ফিরে এসেছেন হামিদ নিহাল আনসারি। ফিরেই স্বদেশের যুবকদের কাছে তাঁর বার্তা, ফেসবুকের মতো সোশাল মিডিয়ায় ভুলেও কারও প্রেমে পোড়ো না।
মুম্বইয়ে তাঁর বাড়িতে বসে হামিদ এক সংবাদমাধ্যমকে জানান, জেলে গিয়ে তাঁর তিনটি শিক্ষা হয়েছে। প্রথমটি হল, সোশাল মিডিয়ায় প্রেম নৈব নৈব চ। দ্বিতীয়টি, বাবা-মার কাছে মিথ্যে বোলো না। তৃতীয়টি, কোথাও যেতে হলে চোরাপথে যেও না। ফেসবুকে পাকিস্তানে যে মেয়েটির প্রেমে পড়েছিলেন হামিদ, জোরজবরদস্তি তার বিয়ে হয়ে যাচ্ছিল। তখনই ৩৩ বছরে কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার হামিদ আফগানিস্তান হয়ে বেআইনি পথে পাকিস্তানে যান এবং ঠাঁই হয় শ্রীঘরে।
Be the first to comment