রোজদিন ডেক্স: তেলের ট্যাঙ্কার ও ট্রাকের সংঘর্ষ। ঘটনায় ৩৯ দগ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে জয়পুর-আজমের হাইওয়েতে। জয়পুরের জেলা কালেক্টর জিতেন্দ্র সোনি এই দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু নিশ্চিত করেছেন। হাসপাতালে এক জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় ৪০টি গাড়ি পুড়ে গিয়েছে ৷
আহতদের দেখতে হাসপাতালে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। সংবাদমাধ্যম সূত্রে খবর, মুখ্যমন্ত্রী সোয়াই মান সিং হাসপাতালের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, ‘চিকিৎসায় যেন কোনও ধরনের অবহেলা না হয়।’ আহতদের তাৎক্ষণিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ঘটনাস্থলে পৌঁছেছেন উপ-মুখ্যমন্ত্রী প্রেমচাঁদ বৈরওয়া। তিনি জানিয়েছেন, ‘এখনও পর্যন্ত ৩৯ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভার্তি করা হয়েছে।’
#WATCH | Jaipur, Rajasthan | 4 dead and several injured in a major accident and fire incident in the Bhankrota area.
A fire broke out due to the collision of many vehicles one after the other. Efforts are being made to douse the fire. pic.twitter.com/3WHwok5u8W
— ANI (@ANI) December 20, 2024
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, দু’টি ট্রাকের সংঘর্ষে আগুন ধরে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ডিসিপি পশ্চিম অমিত কুমার বুদানিয়া-সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিক এবং প্রচুর পুলিশকর্মী ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। ঘটনাস্থলে ২৪টি দমকল ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে।
সংবাদমাধ্যমকে ডিসিপি পশ্চিম অমিত কুমার বুদানিয়ার জানান, ‘শুক্রবার সকাল সাড়ে ৫টা নাগাদ ভাংক্রোটা থানা এলাকায় জয়পুর-আজমের হাইওয়েতে রাসায়নিক ভর্তি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর একটি পেট্রোল পাম্পের কাছে পার্ক করা একটি সিএনজি গাড়িতে আগুন ধরে যায়। আগুনে আশেপাশের কয়েক ডজন গাড়িও পুড়ে যায়। আগুনে দগ্ধ হয়েছেন অনেকে। আহতদের সোয়াই মান সিং হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আগুন এতটাই ভয়াবহ ছিল যে, আশেপাশের লোকজনকে বাইরে না-আসার নির্দেশ দেওয়া হয়েছে। পেট্রল পাম্পেও আগুন লেগে যায়। ভাংক্রোটা, বিন্দায়কা, বাগরু, চিত্রকুট, বৈশালী নগর, কর্নি বিহার, কর্ধানি এবং অন্যান্য জায়গা থেকে পুলিশকর্মীকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিসের প্রায় ২ ডজন গাড়ি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
A tanker full of chemicals exploded in front of Delhi Public School, causing a massive fire in Jaipur on Ajmer Highway. 4 people were killed, 30 others injured, and 20 vehicles, including a sleeper bus, were engulfed in flames.@NewIndianXpress @santwana99 @Shahid_Faridi_ pic.twitter.com/xKycQMJW6C
— Rajesh Asnani (@asnaniraajesh) December 20, 2024
অগ্নিকাণ্ডের ঘটনায় মহাসড়কের পাশের একটি পাইপ কারখানাও পুড়ে ছাই হয়ে গিয়েছে। অগ্নিকাণ্ডের পর বিকট শব্দে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। চারদিকে আগুন ও ধোঁয়ায় ঢেকে যায়।
Be the first to comment